দূর্গাপুর ক্লাব স্যানটোসের পরিচালনায় ষষ্ঠ বর্ষের “রেড উইন্টার কাপ” নক আউট ফুটবল টুর্নামেন্টে প্রথম সেমিফাইনাল ম্যাচে পরস্পর প্রতিদ্বন্দ্বিতা করতে মাঠে নামে সিং ব্রাদার্স এবং উজ্জ্বল একাদশ খান্দ্রা। দু দলেই ছিল একাধিক বিদেশী খেলোয়াড় । খেলার শুরুতে কয়েকমিনিটের মধ্যে আক্রমণে গিয়ে প্রথম গোল করে দলকে এগিয়ে দেয় উজ্জ্বল একাদশের ফুটবলাররা। এরপর দুটি দলের মধ্যে চলতে থাকে একটা হাড্ডাহাড্ডি লড়াই। গোল পরিশোধ করতে মরিয়া হয়ে ওঠে সিং ব্রাদার্স। ১-০ গোলে শেষ হয় প্রথমার্ধের খেলা।

বিরতির পর শুরু হয় দ্বিতীয়ার্ধের খেলা, দ্বিতীয়ার্ধে খেলতে নেমে বেশ কয়েকবার আক্রমণে যায় সিং ব্রাদার্সের ফুটবলাররা। কিন্তু কিছুক্ষণের মধ্যেই তারা যেন নিষ্প্রভ হয়ে যায়। এরপর মুহুর্মুহু আক্রমণ চালাতে থাকে উজ্জ্বল একাদশের ফুটবলাররা। ফলস্বরূপ দ্বিতীয়ার্ধের খেলায় পরপর তিনটি গোল হজম করতে হয় সিং ব্রাদার্সকে। দ্বিতীইয়ার্ধের শেষে খেলার ফলাফল জানায় ৪-০ । খেলার শেষ বাঁশি বাজায় উজ্জ্বল একাদশ ৪-০ গোলে জয়ী হয়ে ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে। এই ম্যাচে ম্যান অফ ম্যাচ হয় উজ্জল একাদশের আক্রমণ ভাগের খেলোয়াড় রাকেশ বাউরি। টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল ম্যাচটি দেখতে মাঠে উপস্থিত ছিলেন হাজার হাজার ফুটবল উৎসাহী দর্শক। তাঁরা আজকের এই রুদ্ধশ্বাস সেমিফাইনাল ম্যাচটি খুবই আনন্দের সঙ্গে উপভোগ করেন।
৩০ শে ডিসেম্বর এই টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে পরস্পর মুখোমুখি হবে রেহান ফুটবল একাডেমি ও ইন্দ্রজিৎ একাডেমি। আগামী ১লা জানুয়ারি, ২০২৬ নববর্ষের প্রথম দিনে অনুষ্ঠিত হবে “রেড উইন্টার কাপ” টুর্নামেন্টের চূড়ান্ত পর্যায়ের খেলা।
সমরেন্দ্র দাস, LCW India দুর্গাপুর

