দুর্গাপুরে বি – জোনের আজাদ হিন্দ স্পোর্টিং ক্লাবের পরিচালনায় অনুষ্ঠিত হয় অনূর্ধ্ব ১৪ ফ্রেন্ডশিপ ফুটবল টুর্নামেন্ট। ১৯৬২ সাল থেকে পথ চলা শুরু করে আজাদ হিন্দ স্পোর্টিং ক্লাব। ফুটবল সহ বিভিন্ন ধরনের খেলাধুলাকে পাথেয় করে এগিয়ে চলা। চলতি বছরের ৬ই জানুয়ারি থেকে এই ক্লাবের উদ্যোগে শুরু হয় অনূর্ধ্ব ১৪ ফ্রেন্ডশিপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫, সিজন 1; লিগ পর্যায়ের এই টুর্নামেন্টে দুর্গাপুরের মোট পাঁচটি কোচিং ক্যাম্পের ফুটবল দল অংশগ্রহণ করে। একই সঙ্গে ওপরে প্রতিদ্বন্দ্বিতা করে অবশেষে পয়েন্ট টেবিলে শীর্ষে থাকা দুই দল ধান্ধাবাগ ইয়ুথ ক্লাব ও নন কোম্পানি রিক্রিয়েশন ক্লাব চূড়ান্ত পর্যায়ের খেলার যোগ্যতা অর্জন করে। ২৩ শে ফেব্রুয়ারি এ টুর্নামেন্টের চূড়ান্ত পর্যায়ের খেলা অনুষ্ঠিত হয়।

চূড়ান্ত পর্যায়ের খেলা শুরু হওয়ার আগে অনূর্ধ্ব ৯ বছরের একটি প্রীতি প্রদর্শনী ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। প্রদর্শনী ফুটবল ম্যাচে নন কোম্পানি রিক্রিয়েশন ক্লাব এবং আজাদ হিন্দ স্পোর্টিং ক্লাব অংশগ্রহণ করে। এরপর শুরু হয় চূড়ান্ত পর্যায়ের খেলা চূড়ান্ত পর্যায়ের খেলায় মূল পর্বের খেলায় ধান্ধাবাগ ইউথ ক্লাব ও নন কোম্পানি রিক্রিয়েশন ক্লাব কোন গোল না করায় ম্যাচ পরিচালক টাই ব্রেকারে খেলা নিষ্পত্তি করার সিদ্ধান্ত গ্রহণ করেন। টাইব্রেকারে টসে জিতে নন কোম্পানি রিক্রিয়েশন ক্লাব প্রথম শর্ট নেয়। এরপর টাইব্রেকারে ৪- ২গোলে জয়ী হয়ে ২০২৫ অনূর্ধ্ব ১৪ ফ্রেন্ডশিপ ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ঘোষিত হয় ধান্ধাবাগ ইউথ ক্লাব। উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয় মূলত মোবাইল গেমে বন্দি থাকা কিশোরদের মাঠমুখী করার জন্যই এই উদ্যোগ। আজাদ হিন্দ স্পোর্টিং ক্লাবের এই ধরনের মহতী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন দুর্গাপুরের প্রাক্তন ফুটবলাররা। জয়ন্ত পর্যায়ের খেলার শেষে দুই দলের প্রত্যেক খেলোয়াড়দের হাতে তাদের নিজস্ব পুরস্কার সহ রানার্স এবং উইনার্স দলের হাতে সুদৃশ্য ট্রফি তুলে দেওয়া হয়। পাশাপাশি বেস্ট স্কোরার, বেস্ট ডিফেন্ডার, বেস্ট বেস্ট গোলকিপার এবং ম্যান অফ দা টুর্নামেন্টে ঘোষিত খেলোয়াড়দের হাতে পুরস্কারে প্রদান করা হয়।