সম্প্রতি দুর্গাপুরে ইছাপুর এনসি উচ্চ বিদ্যালয়ে সাব ডিভিশনাল কাউন্সিল ফর স্কুল স্পোর্টস এন্ড গেমস এর পরিচালনায় এবং ইছাপুর উচ্চ বিদ্যালয় এর ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হয় অনূর্ধ্ব ১৭ এবং অনূর্ধ্ব ১৯ আন্তঃ মহকুমা খো খো প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় দুর্গাপুর সাব ডিভিশন এবং আসানসোল সাব ডিভিশনের অনূর্ধ্ব ১৭ ও অনূর্ধ্ব ১৯ পুরুষ ও মহিলা বিভাগের ৮ টি দলের ৯৬ জন প্রতিযোগী অংশগ্রহণ করে।

মহাকুমা খো খো প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী সুদেব রায়, সুজিত মুখার্জি, চুমকি মুখার্জি, ডিস্ট্রিক্ট সেক্রেটারি কাউন্সিল ফর স্পোর্টস এন্ড গেমস কৌশিক সরকার, দুর্গাপুর সাব ডিভিশন খো খো অ্যাসোসিয়েশনের সম্পাদক সনৎ কুমার মন্ডল, আসানসোল সাব ডিভিশনের সম্পাদক প্রিয়নাথ চ্যাটার্জি, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জয় দাস সহ ইছাপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান ও অন্যান্য সদস্যরা। এই অনুষ্ঠানে বিশিষ্ট অতিথিদের উপস্থিতিতে বিদ্যালয়ের পতাকা ও দেশের জাতীয় পতাকা উত্তোলন করে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। অনুষ্ঠান মঞ্চে সকল অতিথিদের সম্বর্ধনা জানানো হয়। এরপর শুরু হয় প্রতিযোগিতার মূল পর্বের খেলা গুলি। এই ধরনের একটি মহকুমা ভিত্তিক গ্রামীণ ক্রীড়া খো খো প্রতিযোগিতা সম্পর্কে দুর্গাপুর সাব ডিভিশন খো খো অ্যাসোসিয়েশনের সম্পাদক সনৎ কুমার মন্ডল বলেন, গ্রামীন ক্রীড়ার মানকে আরো উন্নত করতে এই ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রতিযোগিতায় একে অপরের বিরুদ্ধে খেলতে নেমে প্রবল প্রতিদ্বন্দ্বিতা দেখা যায় প্রত্যেক প্রতিযোগিতায় জয় পরাজয় নিশ্চিত থাকে। সেই মতো এই প্রতিযোগিতাতেও অনূর্ধ্ব ১৭ ও অনূর্ধ্ব ১৯ দলের হয়ে আসানসোল ডিভিশনের খো খো দল চ্যাম্পিয়নের শিরোপা অর্জন করে। এই প্রতিযোগিতা থেকে জয়ী দলের খেলোয়াড়রা আগামী দিনে জেলাভিত্তিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। এরপর সেখান থেকে আগামী দিনে তারা ভালো ফল করে উত্তীর্ণ হলে জাতীয় স্তরের প্রতিযোগিতায় অংশগ্রহনের সুযোগ পাবে।
সমরেন্দ্র দাস, Lcw India দুর্গাপুর