আজ প্রবাদ-প্রতিম সঙ্গীত শিল্পী কিশোর কুমারের ৯৬ তম জন্মদিন আর এই বিশেষ দিনটিকে স্মরণীয় করে রাখতে এক অভিনব উদ্যোগ নিলেন দুর্গাপুরের বেনাচিতি বাজারের ব্যবসায়ী তথাকিসর ভক্ত বাপি ঘোষ। ঘোষ মার্কেট সংলগ্ন নিজের কসমেটিক্সের দোকানে কিশোর কুমারের প্রতিকৃতি ও ব্যানার স্থাপন করে সকালেই ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। তার এই আয়োজন ঘিরে সৃষ্টি হয়েছে এক আবেগ ঘন পরিবেশ।

বাপি ঘোষ জানিয়েছেন আমি ছোটবেলা থেকেই কিশোরকুমারজির গান শুনে বড় হয়েছি ওনার গান আমাকে জীবনে নানার সময় প্রেরণা দিয়েছে। তাই প্রতি বছর এই দিনটি আমি শ্রদ্ধার সঙ্গে পালন করি। এ বছরও তার ব্যতিক্রম হয়নি।

স্থানীয় মানুষদের কাছেও বাপি ঘোষের এই প্রয়াস প্রশংসাযোগ্য হয়ে উঠেছে। অনেকেই দোকানে এসে কিছুক্ষণ দাঁড়িয়ে কিশোর কুমারের গান শুনে আবেগে ভাসছেন। বলা যায় দুর্গাপুরের বেনাচিতি বাজার আজ যেন একদিনের জন্য কিশোরময় হয়ে উঠেছে। তার দোকানে পুরনো গ্রামোফোনে বাজছে কিশোর কুমারের অবিস্মরণীয় গানগুলি
সমরেন্দ্র দাস, Lcw India দুর্গাপুর