Trending News... Latest Updates

মহানায়কের মহা প্রায়ানে শ্রদ্ধা — তুমি আছো “উত্তমে “

0 145

Lcw india , M Krishna : বাঙ্গালী ও বাংলা সিনেমা যত দিন থাকবে তত দিনই তিনি থাকবেন হ্ দয়ে ৷ ১৯৮০ সালের ২৪ শে জুলাই ঘটে ছিলো নক্ষত্র পতন ৷ আমাদের ছেড়ে চলে গিয়েছিলেন অরুন কুমার চট্টোপাধ্যায় ৷ হ্যাঁ মহানায়ক উত্তমকুমার র কথাই বলা হচ্ছে ৷ না তিনি চলে যেতে পারেন না ৷ তিনি থেকে গেছেন সকলৈর হ্ দয়ে৷ অভিনেতা রাজেশ খান্না তো তাকেই বাংলা সিনেমার ব্র্যান্ড এমবেসেডর বলেই অভিহিত করতেন ৷ তাঁর অভিনিত ছবি — নায়ক , আনন্দআশ্রম , শিল্পী , এন্টোনীফিরিঙ্গী আজও সিনেমা প্রেমীর অন্তরে গাঁথা ৷ এই প্রজন্ম এর সিনেমা প্রেমী থেকে চলচ্চিত্র নির্মানের ছাএ ছাত্রীরাও সম্ দ্ধ হবেন ৷ ৩৯ তম ম্ ত্যু বার্ষিকী তে রাজ্য সরকারের তথ্য দপ্তর কোলকাতার নজরুল মঞ্চে আয়োজন করে এক বিশেষ অনুষ্টান ৷ শ্রদ্ধা জানানো হয় মহানায়ক উত্তম কুমার কে ৷ বলা যেতেই পারে উত্তম তুমি ছো উত্তমেই ৷

Leave A Reply

Your email address will not be published.