spot_img
Monday, October 27, 2025
Durgapur
haze
32.2 ° C
32.2 °
32.2 °
58 %
3.1kmh
40 %
Mon
31 °
Tue
32 °
Wed
28 °
Thu
25 °
Fri
29 °
Homeদুর্গাপুরকালীপুজো উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান ও কম্বল বিতরণ

কালীপুজো উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান ও কম্বল বিতরণ

-

শনিবার সকালে দুর্গাপুর মহকুমা হাসপাতালে সহযোগিতায় বি জোন ফাঁড়ি ও রক্ষী বাহিনীর উদ্যোগে উৎসর্গ নামক প্রকল্পের মাধ্যমে আয়োজিত হল স্বেচ্ছায় রক্তদান শিবির ও দুঃস্থ মানুষদের মধ্যে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি। কালীপূজোকে সামনে রেখে আয়োজিত এই সামাজিক কর্মসূচি এলাকার মানুষের প্রশংসা কুড়িয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসিপি দুর্গাপুর সুবীর রায়, সিআইএ রণবীর বাগ, দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক সঞ্জীব দে, বি জেন পানির ফাঁড়ির রিচার্জ হিমাদ্রি বর্মন সহ অন্যান্য পুলিস আধিকারিকরা। পাশাপাশি উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী বান্টি সিং ও এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি রাজিব ঘোষ। অতিথিদের উত্তরীয় পরিয়ে স্মারক ও চারা গাছ দিয়ে সম্বর্ধনা জানানো হয়।

অনুষ্ঠানের বিশিষ্ট অতিথি এসিপি সুবীর রায় জানান প্রতিবছরের মতন এ বছরও কালীপুজো উপলক্ষে এই সামাজিক কর্মসূচি নেওয়া হয়েছে যা আগামীতেও অব্যাহত থাকবে।

এদিন প্রায় ২০০ জন দুঃস্থ মানুষের হাতে  শীত বস্ত্র হিসেবে কম্বল তুলে দেওয়া হয়। সেইসঙ্গে স্বেচ্ছায় রক্তদান শিবিরে প্রায় ৫০ জন রক্তদাতা অংশ নেন। উপস্থিত অতিথিরা প্রান্তিক মানুষদের হাতে কম্বল তুলে দেন পাশাপাশি রক্ত দাতাদের স্মারক ও শংসাপত্র প্রদান করেন।

সমরেন্দ্র দাস, Lcw India দুর্গাপুর

Related articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest posts