spot_img
Saturday, April 19, 2025
Homeদুর্গাপুরস্বর্গীয় সুজিত মুখার্জির স্মৃতিতে স্বেচ্ছায় রক্তদান শিবির

স্বর্গীয় সুজিত মুখার্জির স্মৃতিতে স্বেচ্ছায় রক্তদান শিবির

-

আজ ২ রা মার্চ দুর্গাপুর নগর নিগম ১১ নম্বর ওয়ার্ডের অধীন উদয়নগর রিক্রিয়েশন ক্লাব ও উদয়নগর দুর্গাপূজা মহিলা কমিটির পরিচালনায় এবং দুর্গাপুর ভলেনটারি ব্লাড ডোনার্স ফোরাম ও দুর্গাপুর মহকুমা হাসপাতালের সহযোগিতায় আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের অন্তর্গত দুর্গাপুর থানার প্রাক্তন ভারপ্রাপ্ত আধিকারিক স্বর্গীয় সুজিত মুখার্জির স্মরণে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। বিগত পাঁচ বছরের ন্যায় ষষ্ঠ বর্ষে স্বর্গীয় সুজিত মুখার্জির বিদেহী আত্মার শান্তি কামনায় এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন এসিপি দুর্গাপুর সুবীর রায় , স্বর্গীয় সুজিত মুখার্জি সহোদর বিশ্বজিৎ মুখার্জি, দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক সঞ্জীব দে, ওসি কোক ওভেন মইনুল হক, জেলা মহিলা সভানেত্রী অসীমা চক্রবর্তী, জেলা যুব তৃণমূল সভাপতি পার্থ দিওয়াসি, দু’নম্বর ব্লক তৃণমূল সভাপতি রাজু সিং দুর্গাপুর নগর নিগম প্রশাসক মন্ডলী সদস্যা রাখি তেওয়ারি, প্রাক্তন বড় চেয়ারম্যান রামপ্রসাদ হালদার, ২ নং ব্লক মনিলা তৃণমূল সভানেত্রী মুনমুন সরকার বিশিষ্ট সমাজসেবী দেবরাজ চক্রবর্তী ও উদয়নগর রিক্রিয়েশন ক্লাবের সভাপতি জয়ন্ত সরকার সম্পাদক সত্যেন যাদব সহ অন্যান্য সদস্যরা। এদিন উপস্থিত বিশিষ্ট অতিথিরা স্বর্গীয় সুজিত মুখার্জির প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে সুজিত মুখার্জি এর আত্মার চিরশান্তি কামনা করে তাকে শ্রদ্ধা জানানো হয়। এই অনুষ্ঠানে উপস্থিত থেকে স্বর্গীয় সুজিত মুখার্জির ভাই বিশ্বজিৎ মুখার্জি জানান সাধারণত পুলিশকে মানুষ কমই মনে রাখেন। কিন্তু এখানে তার ব্যতিক্রম উদয়নগর রিক্রিয়েশন ক্লাবের সদস্যরা তার দাদার স্মৃতিতে প্রতিবছর রক্তদান শিবিরের আয়োজন করে আসছেন।

অন্যদিকে স্বেচ্ছায় রক্তদান শিবির ও বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করে। উদয়নগর রিক্রিয়েশন ক্লাবের সভাপতি জয়ন্ত সরকার জানান স্বর্গীয় সুজিত মুখার্জি তাদের অনুপ্রেরণা। তিনি এমনভাবে সামাজিক কাজ করা শিখিয়েছেন, আজ সেই পথে হেঁটে বিভিন্ন ধরনের সামাজিক কাজকর্ম করে চলেছি।

এই ধরনের সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে নিজেদের জড়িত রেখে গর্বিত উদয়নগর দুর্গাপূজা কমিটির মহিলা সদস্যরা।

দুর্গাপুর থানার প্রাক্তন ভারপ্রাপ্ত আধিকারিক একজন পুলিশ আধিকারিক হওয়া পাশাপাশি তিনি ছিলেন একজন বড় মনের মানুষ যে কোন সমস্যার সমাধানে তিনি কোনদিন পিছুপা হন নি । সামাজিক কর্মকাণ্ডে তার অগ্রণী ভূমিকা ছিল, পাশাপাশি তিনি ছিলেন সাংস্কৃতিক মনস্ক ব্যক্তি। উদয়নগর রিক্রিয়েশন ক্লাবের পরিচালনায় স্বর্গীয় সুজিত মুখার্জি স্মৃতিতে ষষ্ঠ বর্ষের স্বেচ্ছায় রক্তদান শিবিরের প্রায় ৩০ জন রক্তদাতা স্বেচ্ছায় তাদের মূল্যবান রক্ত সমাজের কল্যাণে দান করেন। এছাড়াও এদিন এলাকার মানুষদের জন্য বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়।

Related articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest posts