শনিবার সন্ধ্যায় শুভ সন্ধ্যায় দুর্গাপুর নগর নিগমের ডা: বিধান চন্দ্র রায় মেমোরিয়াল হলে পালিত হলো বিশ্ব সংগীত দিবস। সংগীত সন্ধ্যা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার, জেলা শাসক এস পোন্নাবলম, আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত, বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, প্রাক্তন মহা নাগরিক অপূর্ব মুখোপাধ্যায়, দক্ষিণ বঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান সুভাষ মন্ডল, মহকুমা তথ্য ও সংস্কৃতি আধিকারিক সায়ান্নিতা মাইতি, সহ নগর নিগমের প্রাক্তন কাউন্সিলরগণ এবং বিশিষ্ট অতিথিবৃন্দ।

নগর নিগমের মুখ্য প্রশাসক অমৃতা মুখোপাধ্যায়ের উদ্যোগে আয়োজিত এই সংগীত সন্ধ্যা মেতে ওঠে সুরে ও ছন্দে, শুধু নগর নিগমের মুখ্য প্রশাসক নয় শিল্পী অনিন্দিতা মুখোপাধ্যায়ের সংগীত পরিবেশনায় আলাদা মাত্রায় এই অনুষ্ঠানে। শিল্পী হিসেবে প্রয়াত কংগ্রেস নেতা আনন্দ গোপাল মুখোপাধ্যায়ের পুত্রবধূ অনিন্দিতা মুখোপাধ্যায়ের বিশেষ পরিচিতি রয়েছে।

পরবর্তীতে তার মেয়র তথা তৃণমূল নেত্রী রূপে আত্মপ্রকাশ ঘটে। এদিন অনিন্দিতা মুখোপাধ্যায়ের গানের প্রকাশ করেন রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার। এরপর বিশ্ব সংগীত দিবস উপলক্ষে আয়োজিত সুরসন্ধ্যায় একক সংগীত পরিবেশন করেন শিল্পী অনিন্দিতা মুখোপাধ্যায়। তার সংগীত গুরু বুদ্ধদেব সেনগুপ্ত উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে। এই অনুষ্ঠানকে শিল্পাঞ্চলের কলাকুশলী সহ সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখের পরার মতন।
সমরেন্দ্র দাস, Lcw India দুর্গাপুর