দুর্গাপুরের ন নম্বর ওয়ার্ডের আকবর রোডের অন্যতম জনপ্রিয় ক্লাব ইয়ং ব্যাচ তাদের সপ্তম বর্ষের গণেশ পূজার সূচনা করলো। এবারের বিশেষ আকর্ষণ পুজোর থিম – “ঢোলকপুর”। শিশু ও কিশোরদের আনন্দের কথা ভেবেই এই ভিন্ন স্বাদের আয়োজন করেছে ক্লাব কর্তৃপক্ষ। মন্ডপে দেখা যাচ্ছে বাল গণেশের রূপ সঙ্গে রয়েছে ছোটা ভিম মটু পাতলু সহ নানান জনপ্রিয় কার্টুন চরিত্র। আয়োজকরা আশা করছেন ছোটদের পাশাপাশি বড়রাও সমানভাবে উপভোগ করবেন এই অভিনব পরিবেশ।

এদিন মণ্ডপের ফিতে কেটে মঙ্গল প্রদীপ জ্বালিয়ে উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুরের বিশিষ্ট সমাজসেবী রাজীব ঘোষ, শেখর রাম, পৌরনিগম প্রশাসক মন্ডলীর সদস্যা রাখি তেওয়ারি, প্রাক্তন ওয়ার্ড কাউন্সিলর রিনা চৌধুরী, বিশিষ্ট আইনজীবী মনোজ চাঁদ সহ অন্যান্যরা। ইয়ং ব্যাচের সম্পাদক রাহুল সিং জানিয়েছে, “আমরা এক সময়ে ইয়ং ছিলাম, তখন তৈরি হয়েছিল “ইয়ং ব্যাচ”। এবারের থিমের মাধ্যমে আগামী প্রজন্মকে উৎসাহিত করার চেষ্টা করছি।”

সমগ্র এলাকা ঝলমল করছে দুর্গাপুরের খ্যাতনামা আলোক শিল্পী বর্ণালী ইলেকট্রিক্যালসের চোখ ধাঁধানো, রঙিন আলোকসজ্জায়। পূজোর কটা দিন জুড়ে থাকছে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, অসহায় মানুষদের জন্য সামাজিক কর্মসূচি ও নরনারায়ণ সেবা। এবারে পূজোর বাজে ট ৬ লক্ষ ৭৫ হাজার টাকা। সব মিলিয়ে ইয়ং ব্যাচের সপ্তম বর্ষের গণেশ পুজো কেবলমাত্র আনন্দ নয়, সামাজিক দায়বদ্ধতার বার্তা ও বহন করছে। বলা হচ্ছে এ যেন দুর্গাপুরের দুর্গোৎসবের আগাম সূচনা।।
সমরেন্দ্র দাস, Lcw India দুর্গাপুর