নতুন বছরের আনন্দ যখন চারিদিকে, ঠিক তখনই দুর্গাপুরের সিটি সেন্টার এলাকায় নেমে এলো গভীর শোক। সিটি সেন্টারের একটি বিনোদন পার্কের জলাশয়ে তলিয়ে মর্মান্তিক মৃত্যু হল এক তরুণের। মৃত যুবকের নাম রাহুল রজক (১৯) থানার সগরভাঙ্গা এলাকার বাসিন্দা। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে বছরের প্রথম দিনে রাহুল বিনোদন পার্কের পাশের টোপকে ভেতরে ঢোকার চেষ্টা করছিল।

সেই সময় অসাবধানতাবশত সে পার্কের জলাশয়ে পড়ে যায়। মুহূর্তের মধ্যেই আনন্দ বদলে যায় বিভীষিকায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় সিটি সেন্টার ফাঁড়ির পুলিশ ও দুর্গাপুর দমকল বিভাগের কর্মীরা। দীর্ঘ প্রচেষ্টার পর জলাশয় থেকে উদ্ধার করা হয় রাহুলের নিথর দেহ। এরপর দেহটি ময়নাতদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়।
প্রশ্ন থেকেই যাচ্ছে –
পাঁচিল টপকানোর সময় দুর্ঘটনা ?
নাকি সেলফি তুলতে গিয়ে এই মর্মান্তিক পরিণতি ?
নাকি এর পেছনে রয়েছে অন্য কোন কারণ?
এই সমস্ত দিক খতিয়ে দেখছে পুলিশ ইতিমধ্যে ঘটনা তদন্ত শুরু হয়েছে।

একটি তরতাজা প্রাণের এভাবে ঝরে যাওয়া যেন নতুন বছরের শুরুতেই চোখে জল এনে দিল এলাকাবাসীর। হাসি, স্বপ্ন আর ভবিষ্যৎ – সবই থেমে গেল এক মুহূর্তের অসাবধানতায়। নতুন বছর বার্তা দেয়, নতুন জীবনের।কিন্তু রাহুলের গল্প আমাদের মনে করিয়ে দেয়, একটু সতর্কতাই বাঁচাতে পারে একটি অমূল্য প্রাণ।
সমরেন্দ্র দাস, Lcw India দুর্গাপুর

