কাঁকসার বামুনারা তপবন সিটি এলাকায় বিদ্যুৎপৃষ্ট হয়ে ঝলসে যায় এক যুবক। আহতের নাম প্রভাত অধিকারী, তিনি আসানসোলের বাসিন্দা বলে জানা গেছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল ছড়িয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার ওই এলাকার একটি বহুতল আবাসনে এসি মেরামতির কাজ করছিলেন প্রভাত। কাজ চলাকালীন হঠাৎ একটি বৈদ্যুতিক তার ছিঁড়ে পড়ে। তাতেই বিদ্যুৎপৃষ্ট হন তিনি।

বিদ্যুৎপৃষ্ঠ হয়ে উপর থেকে নিচে পড়ে যান এবং জামা কাপড়ে আগুন ধরে যায়। ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় বাসিন্দারা ও কাঁকসা, কাঁকসার মলানদিঘী ফাঁড়ির পুলিশ। পুলিশ দ্রুত তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় দুর্গাপুর মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে। হাসপাতাল সূত্রে জানা গেছে তার অবস্থা গুরুতর। প্রত্যক্ষদর্শী দেবাঞ্জন বিশ্বাস জানান, “হঠাৎ বিকট শব্দ হয়, তাকিয়ে দেখি একজন যুবক পড়ে রয়েছেন, শরীর ঝলসে গেছে। আমরা সঙ্গে সঙ্গে পুলিশের খবর দিই।”

পুলিশ ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে এবং কিভাবে নিরাপত্তা ব্যবস্থা ভেঙে এমন দুর্ঘটনা ঘটলো তা খতিয়ে দেখা হচ্ছে।
সমরেন্দ্র দাস, Lcw India দুর্গাপুর

