দুর্গাপুরের প্রাচীনতম সার্বজনীন দুর্গাপূজা গুলোর মধ্যে অন্যতম যুব শান্তি অ্যাথলেটিক ক্লাবের পরিচালনায় এডিশন রোডের পঞ্চমপল্লী দুর্গোৎসব কমিটি। এবার পঞ্চম পল্লী দুর্গোৎসবের ৫৯তম বর্ষ উদযাপিত হবে, উপলক্ষে মহা ধুমধামে, ভক্তি ও নিষ্ঠায় দুর্গাপুজোর খুঁটি পুজো সম্পন্ন হয়। সকাল থেকেই ক্লাব সদস্যদের উপস্থিতিতে খুঁটিপুটি অনুষ্ঠিত হয়। এডিশন পঞ্চম পল্লী দুর্গাপুজো কমিটির ৫৯ তম বর্ষে কাল্পনিক মন্ডপের সঙ্গে থাকছে সাবেকি প্রতিমা।

পুরোহিতের বৈদিক মন্ত্র মহিলাদের শঙ্খ ও উলুধ্বনির সঙ্গে ঢাকের বাজনা অতিভক্তি সঙ্গে মন্ডপ নির্মাণের খুঁটিপুজো হয়। স্থানীয় বাসিন্দাদের আন্তরিক সহযোগিতায় এবং যুবশান্তি অ্যাথলেটিক ক্লাবের পরিচালনায় একেবারে ঘরোয়া পরিবেশে এই দুর্গাপূজা অনুষ্ঠিত হয়। পূজো উপলক্ষে পূজা করা দিন বিভিন্ন ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়।।
সমরেন্দ্র দাস, Lcw India দুর্গাপুর