রাজ্য সরকারের উদ্যোগে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের পক্ষ থেকে শনিবার দুর্গাপুরের বিধাননগরের মার্টিন লুথার কিং রোডে পিসিবিএল রোটারি থেকে ইস্পাত পল্লী পর্যন্ত চার লেন রাস্তা সম্প্রসারণ প্রকল্পের শিলান্যাস অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার, এডিডি এর চেয়ারম্যান কবি দত্ত দুর্গাপুরের মহকুমা শাসক সুমন বিশ্বাস দুর্গাপুর পশ্চিমের প্রাক্তন বিধায়ক সহ প্রাক্তন পুরোপিতা ও পুরোমাতারা এবং দপ্তরের আধিকারিকরা। এই রাস্তা সম্প্রসারণ প্রকল্পে আনুমানিক ১৪ কোটি টাকা ব্যয় হবে বলে জানা গিয়েছে। কাজ সম্পন্ন হলে বিধাননগর ও ইস্পাতপল্লীর মধ্যে যোগাযোগ ব্যবস্থা আরও দ্রুত ও মসৃণ হবে বলে আশা প্রকাশ করেন উপস্থিত অতিথিরা। পাশাপাশি পিসিবিএল রোটারী থেকে গান্ধী মোর পর্যন্ত রাস্তা সম্প্রসারণের চলমান প্রকল্প ও আরো একধাপ এগিয়ে গেল বলে জানা যায়। উন্নয়নের এই ধারাবাহিকতায় দুর্গাপুরবাসীর স্বস্তি যে আরও বাড়বে তা বলাই বাহুল্য।


