spot_img
Thursday, January 22, 2026
Durgapur
clear sky
20.3 ° C
20.3 °
20.3 °
25 %
2.9kmh
0 %
Thu
19 °
Fri
28 °
Sat
30 °
Sun
31 °
Mon
30 °
Homeদুর্গাপুরদুর্গাপুর ট্রাফিকের পক্ষ থেকে পথ ও নিরাপত্তা সপ্তাহ উদযাপন

দুর্গাপুর ট্রাফিকের পক্ষ থেকে পথ ও নিরাপত্তা সপ্তাহ উদযাপন

-

জনসংখ্যা বৃদ্ধির পাশাপাশি রাস্তায় বেড়েছে দু চাকা ও চার চাকা গাড়ির সংখ্যা। তাই পথ নিরাপত্তা সকলের জন্য বিশেষ গুরুত্বপূর্ন হয়ে উঠেছে। রাজ্য সরকারের পক্ষ থেকে সেভ ড্রাইভ সেফ লাইফ নামক  পথ নিরাপত্তা বিশেষ প্রকল্প নিয়ে এসেছে। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে সারা বছর নানান কর্মসূচির পাশাপাশি এই প্রকল্পকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

এবার ১ লা জুলাই থেকে ৭ ই জুলাই পর্যন্ত রাজ্য জুড়ে পথ নিরাপত্তা সপ্তাহ পালন করা হচ্ছে। দুর্গাপুর ট্রাফিক গার্ডের উদ্যোগে বুধবার DMC মোড় থেকে গান্ধী মোড়ের ফ্লাই ওভার পর্যন্ত বেশ কয়েকটি বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের নিয়ে পদযাত্রা অনুষ্ঠিত হয়। পদযাত্রা শেষে উড়াল পুলের নিচে ট্র্যাফিক আধিকারিকরা সচেতনতার বার্তা দেন। এই অনুষ্ঠানে ACP ট্রাফিক রাজকুমার মালাকার বলেন    এরপর  পথ নিরাপত্তার ওপর একটি পথ নাটিকা পরিবেশিত হয়।

পরবর্তীতে বৃহস্পতিবার সকালে দুর্গাপুর সাব ট্র্যাফিক গার্ডের উদ্যোগে গুরু তেগ বাহাদুর স্কুলের সামনে থেকে স্কুলের ছাত্র ছাত্রীদের নিয়ে পদযাত্রা অনুষ্ঠিত হয়। সচেতনতা মূলক পদযাত্রাটি গুরু তেগ বাহাদুর স্কুল থেকে শুরু হয়ে পাঁচ মাথা মোড় হয়ে কো অপারেটিভ ব্যাংক থেকে আকবর রোড ঘুরে পুনরায় তেগ বাহাদুর স্কুলের সামনে শেষ হয়। এরপরে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের নিয়ে একটি কুইজ কম্পিটিশন অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে ডিসি ট্রাফিক সতীশ পাশুমার্থি বলেন ট্রাফিক সারা বছর ধরেই জনসাধারণের জন্য কাজ করে চলেছে, পথ সচেতনতা হিসেবে ছাত্রদের কাছে বিষয়টি তুলে ধরা হয়েছে।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন DC ট্রাফিক সতীশ পাশুমার্থী, ACP 3 রাজকুমার মালাকার, ট্রাফিক 4 সন্তোষ ভগৎ, ট্রাফিক 3 সঞ্জীব তিওয়ারি, দুর্গাপুর ট্রাফিক গার্ডের ওসি সন্দীপ সোম, সাব ট্রাফিক ওসি আমিনুর রহমান, আইসি ফরিদপুর মদন দত্ত সহ অন্যান্য ট্রাফিক আধিকারিকরা। এই অনুষ্ঠানে সাধারণ মানুষকে ট্রাফিক আইন মেনে চলার আবেদন জানানো হয়। এর পাশাপাশি বেশ কয়েকজনকে ভালো কাজের জন্য পুরস্কৃত করা হয়।

সমরেন্দ্র দাস, Lcw India দুর্গাপুর

Related articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest posts