রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার সকালে ভার্চুয়ালি উদ্বোধন করলেন দুর্গাপুর নগর নিগমের পাঁচটি বোরো এবং দুটি বিধানসভা কেন্দ্র জুড়ে পথশ্রী ও রাস্তাশ্রী প্রকল্পের অধীনে মোট ১১০ টি রাস্তা নির্মাণের কাজ। মোট ৪৩ টি ওয়ার্ড এর মধ্যে ৩৯ টি ওয়ার্ডে এই প্রকল্পের কাজ হাতে নেওয়া হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মন্ডলীর চেয়ারপারসন অনিন্দিতা মুখোপাধ্যায়, আসানসোল – দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত, দুর্গাপুর পুরসভার কমিশনার আব্দুল কালাম আজাদ ইসলাম সহ অন্যান্য আধিকারিকরা। দুর্গাপুর নগর নিগমের চেয়ারপার্সন অনিন্দিতা মুখোপাধ্যায় বলেন, “আজ দুর্গাপুরের ৫ টি বোরোর অন্তর্গত ৩৯ টি ওয়ার্ডের ১১০টি রাস্তার শিলান্যাস হলো।”

অন্যদিকে ADDA র চেয়ারম্যান কবি দত্ত জানান, “আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার পাশাপাশি দুর্গাপুরের আরবান ও রুরাল দুটি বিধানসভার মোট ১১০ টি পথশ্রী ও রাস্তাশ্রী প্রকল্পের উদ্বোধন করেছেন।”
সূত্রে জানা যায় ২৭৬ দুর্গাপুর পূর্ব এবং ২৭৭ দুর্গাপুর পশ্চিম বিধানসভার অধীন ৫ টি বোরোর মোট ৩৯ টি ওয়ার্ডের প্রায় ৬১ কিলোমিটার রাস্তা নির্মাণ করা হবে। প্রকল্পের জন্য মোট বরাদ্দ করা হয়েছে ১৪ কোটি ৩৬ লাখ টাকা। ২৭৬ নম্বর বিধানসভায় ৪১ টি এবং ২৭৭ নম্বর বিধানসভায় ৬৯ টি — মোট ১১০টি রাস্তায় কাজ খুব শিগগিরই শুরু হবে বলে প্রশাসন সূত্রে জানানো হয়েছে।
সমরেন্দ্র দাস, Lcw India দুর্গাপুর

