দুর্গাপুরে আলম ভাই চিকেন ও আলম ভাই ক্যাটারারের উদ্যোগে সোমবার সন্ধ্যায় মসজিদ মহল্লা এলাকায় ঈদ মিলান উৎসব অনুষ্ঠিত হয়। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নগর নিগম প্রশাসক মন্ডলীর চেয়ারপারসন অনিন্দিতা মুখার্জি, সদস্য ধর্মেন্দ্র যাদব, সদস্যা রাখি তেওয়ারি, দুর্গাপুর ২ নং ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি উজ্জ্বল মুখার্জি, ২ নং ব্লক তৃণমূল যুব সভাপতি রাজু সিং, জেলা তৃণমূল যুব সভাপতি পার্থ দেওয়াসি, প্রাক্তন পূরপিতা সুশীল চ্যাটার্জী, নেপালি পাড়া হিন্দি হাই স্কুলের প্রধান শিক্ষক কলিমুল হক সহ অন্যান্যরা। সকল অতিথিদের পুষ্পস্তবক ও স্মারক দিয়ে উত্তরীয় পরিয়ে সম্মান জানানো হয়। বিগত ১৬ বছর ধরে চালানো এই ধরনের একটি অনুষ্ঠান প্রসঙ্গে চেয়ারপারসন অনিন্দিতা মুখার্জি বলেন অসাধারণ একটি আয়োজন। প্রত্যেক বছর এই দিনটার জন্য অপেক্ষা করে থাকি।

অন্যদিকে ঈদ মিলান উৎসবের উদ্যোক্তা তারবেজ আলম বলেন সমস্ত ধর্মের মানুষকে এক সঙ্গে করে প্রতি বছর এই উৎসব করা হয়। তিনি ঈদের শুভেচ্ছা জানানোর পাশাপাশি রাম নবমীর আগাম শুভেচ্ছা জানিয়েছেন।সকল আমন্ত্রিত বিশিষ্ট অতিথিরা এই ধরনের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। বিগত ১৬ বছর ধরে একইভাবে সকল ধর্মের মানুষদের নিয়ে আলম ভাই চিকেন ও আলম ভাই ক্যাটারারের কর্ণধার তারবেজে আলম আলম ঈদ মিলান উৎসবের আয়োজন করে আসছে এ বছর এই উৎসব ১৭ তম বর্ষে পদার্পণ করল। বাহারি আলোর মূর্ছনায় সেজে উঠেছিল সমগ্র এলাকা সঙ্গে আমন্ত্রিতদের জন্য ছিল খাওয়া দাওয়ার আয়োজন। সকলে মিলে এই দিনটি খুব আনন্দের সঙ্গে কাটান।