দুর্গাপুরের ভারতী রোড সংলগ্ন নতুন পল্লী শ্যামা কালী মন্দিরের পরিচালনায় এবং সমাজসেবী কিষান পাসোয়ানের উদ্যোগে ও এলাকাবাসীর সহযোগিতায় এলাকার মানুষের সুস্থতা কামনায় ২৪ প্রহর নাম সংকীর্তন এর আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মন্ডলীর সদস্য দীপঙ্কর লাহা ও বিশিষ্ট সমাজসেবী বান্টি সিং সহ অন্যান্যরা। অতিথিরা মহাযজ্ঞ অনুষ্ঠানে সামিল হন। শ্যামা কালী মন্দিরের পরিচালনায় ২৪ প্রহর নাম সংকীর্তন এর আয়োজন করে কমিটির সদস্য পাপ্পু খান জানান এই নিয়ে পঞ্চম বর্ষে পদার্পণ করলো এই নাম সংকীর্তন অনুষ্ঠান।

বিগত চার বছর ধরে দুর্গাপুরের ভারতী রোড সংলগ্ন নতুন পল্লীতে অনুষ্ঠিত হয়ে আসছে ২৪ প্রহর নাম সংকীর্তন। এবছর পঞ্চম বর্ষে পদার্পণ করল। দুদিন ব্যাপী চলে নাম সংকীর্তন অনুষ্ঠান। এই নাম সংকীর্তন এর পাশাপাশি এলাকা ও পার্শ্ববর্তী এলাকার প্রায় ২ হাজার মানুষের খাওয়া-দাওয়ার ব্যবস্থা করা হয়। এছাড়াও হবন কুন্ডে চলে মহা যজ্ঞ। এলাকার মানুষরা সকলে পূন্য অর্জনের জন্য সেই মহাযজ্ঞে সামিল হয়েছেন। মহা ধুমধাম এর সঙ্গে মন্দির কমিটির সদস্যরা শ্রদ্ধা ও ভক্তিভরে অনুষ্ঠিত হয় ২৪ প্রহর নাম সংকীর্তন।