“কল্পতরু মেলা শুধু উৎসব নয় এটি দুর্গাপুরের মানুষের স্মৃতি, সংস্কৃতি ও সংহতির এক উজ্জ্বল প্রতীক।”
মা সারদার জন্মতিথি উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে খুঁটি পুজোর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হল দুর্গাপুরের ঐতিহ্যবাহী কল্পতরু মেলার প্রস্তুতির কাজ। স্থানীয় প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মন্ডলীর চেয়ারপারসন অনিন্দিতা মুখোপাধ্যায় কমিশনার আব্দুল কালাম আজাদ ইসলাম মেলা কমিটির কর্মকর্তা কল্লোল ব্যানার্জি ও দিপঙ্কর লাহা সহ এলাকার একাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব। দেখতে দেখতে ৫৭ বছরে পদার্পণ করতে চলেছে বহুল জনপ্রিয় “কল্পতরু মেলা”।

এই মেলাকে কেন্দ্র করে এলাকার সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এদিন এলাকার দুটি সরকারি বিদ্যালয় ও একটি ক্লাবকে এক লক্ষ টাকা করে অনুদানের চেক তুলে দেওয়া হয়। মেলা কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে আগামী ১লা জানুয়ারি থেকে ১০ই জানুয়ারি পর্যন্ত চলবে মেলা। যেখানে প্রতিবছরে হাজার হাজার মানুষ উপস্থিত হয়ে সংস্কৃতির বিনিময় করেন। চেয়ারপারসন অনিন্দিতা মুখোপাধ্যায় বলেন, “দুর্গাপুরের এই ঐতিহ্যবাহী মেলায় প্রতিবছর বহু মানুষ আসেন, মতের ও ভাবের আদান-প্রদান হয়। এই মেলাকে ঘিরেই মানুষের মধ্যে অন্যরকম উৎসবের আবহাওয়া তৈরি হয়।”

স্থানীয় বাসিন্দাদের আশা বিগত বছরের মতোই এ বছরও কল্পতরু মেলা সাংস্কৃতিক সামাজিক ও মানবিক মূল্যবোধের মেলবন্ধন ঘটিয়ে সকলকে একত্রিত করবে। প্রতিবছর এই মেলা আমাদের মনে করিয়ে দেয় — সম্মিলিত প্রচেষ্টাই একটি সমাজকে সমৃদ্ধ ও মানবিক গড়ে তুলতে পারে।
সমরেন্দ্র দাস, Lcw India দুর্গাপুর

