মঙ্গলবার সকালে দুর্গাপুরের বিদ্যাপতি সম্ভাবনা ক্লাবের উদ্যোগে এবং দুর্গাপুর মহকুমা হাসপাতালে সহযোগিতায় থ্যালাসেমিয়া রোগীদের সব রক্ত সংকট দূরীকরণে একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই ধরনের মানবিক ও সামাজিক কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিশিষ্ট আইনজীবী মনোজ চাঁদ, সমাজসেবী রাহুল সিং, মনি দাশগুপ্ত, রহমত আলম সহ ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ। স্বেচ্ছায় রক্তদান শিবির সম্পর্কে কথা বলতে গিয়ে ক্লাবের সম্পাদক সন্তোষ কুমার সা বলেন, “থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীদের রক্তের সংকট নিরাময় করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এটি তাদের দ্বিতীয় বর্ষের স্বেচ্ছায় রক্তদান শিবির।”

রক্তদান শিবিরে ধর্ম-বর্ণ রাজনীতির ঊর্ধ্বে উঠে সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষ অংশ নেন এবং থ্যালাসেমিয়া রোগীদের সহায়তায় স্বেচ্ছায় রক্তদান করেন। মোট প্রায় ৫০ জন রক্ত দাতা রক্তদান করেন। রক্তদানের শেষে প্রতিটি রক্তদাতা থেকে শংসাপত্র ও স্মারক প্রদান করে ক্লাবের পক্ষ থেকে সম্মান জানানো হয়। সম্ভাবনা ক্লাবের সদস্যদের এই ধরনের মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী।

সমরেন্দ্র দাস, Lcw India দুর্গাপুর

