আজ বিশ্ব থ্যালাসেমিয়া দিবস। প্রতিবছরের মত এবছরও জংশন মলের উদ্যোগে এবং দুর্গাপুর মহকুমা ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের সহযোগিতায় স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন জংশন মলের সিইও অরিজিৎ চ্যাটার্জী, জংশন মলের ম্যানেজার প্রতীক চক্রবর্তী, রক্তদান আন্দোলনের নেতৃত্ব সুলতা দাস, রাজেশ পালিত, পার্থ প্রতিম কুন্ডে, কাজল রায় সহ অন্যান্যরা। স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করে জংশন মলের সিইও অরিজিৎ চ্যাটার্জী বলেন প্রতি বছরের ন্যায় এবারও সামাজিক কল্যাণে মানুষের কথা ভেবে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে।

এই রক্তদান শিবিরে ৪৮ জন রক্তদাতা স্বেচ্ছায় তাদের মূল্যবান রক্তদান করেন। এদের মধ্যে মলে ঘুরতে এসে উদ্বুদ্ধ হয়ে রক্তদান করেন। তাদের মধ্যে বোলপুর থেকে আসা সায়ন্তনী পাল জানান, “দেখে ভালো লাগলো তাই রক্তদান করলাম”।

খুব সুন্দর পরিবেশে স্বেচ্ছায় রক্তদান শিবিরে ১১ জন মহিলা এবং ৪ জন ছাত্রী সহ মোট ৪৮ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন।

সমরেন্দ্র দাস, Lcw India দুর্গাপুর