বিশ্ব ফুটবলের কিংবদন্তি লিওনেল মেসিকে এক ঝলক দেখার আশায় শনিবার যুবভারতী ক্রীড়াঙ্গনের সামনে ভিড় জমিয়েছিলেন হাজার হাজার ফুটবল প্রেমী। কিন্তু শেষ মুহূর্তে মেসির উপস্থিত না থাকায় হতাশা ও ক্ষোভে ফেটে পড়ে সমর্থকদের একাংশ। পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়ে এলাকাজুড়ে সৃষ্টি হয় চরম বিশৃঙ্খলা। সূত্রের খবর যুবভারতী ক্রীড়াঙ্গনের বাইরে প্রথমে সমর্থকদের মধ্যে বছর শুরু হয়।

কিছুক্ষণের মধ্যেই তা উত্তেজনায় রূপ নেয়। অভিযোগ উত্তেজিত জনতা ব্যারিকেড ভাঙচুর করে এবং মাঠ সংলগ্ন এলাকায় ব্যাপক বিশৃঙ্খলার সৃষ্টি করে। এমনকি মাঠের মধ্যে প্রবেশ করে উত্তেজিত দর্শকদের একাংশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশবাহিনী ও নিরাপত্তারক্ষী। ফুটবল প্রেমীদের অভিযোগ মেসির উপস্থিতি নিয়ে আগেভাগে কোন স্পষ্ট ও নিশ্চিত তথ্য আয়োজকদের তরফে জানানো হয়নি। সেই ভুল বোঝাবুঝির জেরেই এই উত্তেজনা ছড়িয়েছে বলে তাদের দাবি।

তবে এই ঘটনায় আয়োজকদের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হয়নি।
এই ঘটনার পর বড় মাপের আন্তর্জাতিক ক্রীড়া ইভেন্ট আয়োজনের ক্ষেত্রে নিরাপত্তা ব্যবস্থা পরিকল্পনা ও জনসমাগম নিয়ন্ত্রণ নিয়ে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে! বিশেষজ্ঞদের মতে ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে আরও স্বচ্ছ তথ্যপ্রদান ও কঠোর নিরাপত্তা পরিকল্পনা একান্ত জরুরি।
ব্যুরো রিপোর্ট, Lcw India কলকাতা

