দুর্গাপুর ইসকনের উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। মঙ্গলবার সকাল থেকে দুর্গাপুর ইসকন মন্দিরে একটি বেসরকারি সুপার স্পেশালিটি হাসপাতালের সহযোগিতায় এই শিবির চলে। এদিন শিবিরে চক্ষু পরীক্ষা, বিনামূল্যে ছানি অপারেশন এবং স্ত্রীরোগ ও প্রসব চিকিৎসা সংক্রান্ত বিষয়ে বিভিন্ন মানুষের পরীক্ষা করা হয়।

দুর্গাপুর ইসকনের পক্ষ থেকে প্রেমানন্দ চৈতন্য দাস জানান, “সারা বছর জুড়ে ধর্মীয় অনুষ্ঠানের পাশাপাশি সমাজের পিছিয়ে পড়া মানুষের জন্য বিনামূল্যে খাদ্য, বস্ত্র ও পড়াশোনার সামগ্রী দিয়ে সাহায্য করার ছাড়াও বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।”

এদিন এই কর্মসূচিতে এলাকার অনেক মানুষ তাদের স্বাস্থ্য পরীক্ষা করান। দুর্গাপুর ইসকনের এই মানবিক উদ্যোগ এলাকাবাসীর সাধুবাদ ও প্রশংসা কুড়িয়েছে।
সমরেন্দ্র দাস, Lcw India দুর্গাপুর

