উত্তরে হাওয়ার সঙ্গে বইছে পশ্চিমী ঝঞ্ঝা, প্রবল সইতে প্রবাহ চলছে দক্ষিণ বঙ্গ জুড়ে। এই সময় ঘন কুয়াশা ও অতিরিক্ত গতির জেরে দুর্গাপুরে ঘটে গেল মুখোমুখি গাড়ি দুর্ঘটনা। সোমবার সকালে দুর্গাপুর ইস্পাত নগরীর প্রিয়দর্শিনী ইন্দিরা স্মরণিতে একটি পেট্রোল পাম্প সংলগ্ন রোটারির সামনে এই দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, এলআইসি দিক থেকে আসা একটি গাড়ি দুর্গাপুর ইস্পাত নগরী পেট্রোল পাম্পের দিকে যাচ্ছিল। গাড়িটি চালাচ্ছে মালিক চক্রধর সরদার, সঙ্গে স্ত্রী ও এক শিশু।

এই সময় গান্ধী মোড়ের দিক থেকে আসা অপর একটি গাড়ির সঙ্গে রোটারির সামনে মুখোমুখি সজোরে ধাক্কা লাগে। ওই গাড়িতে ছিলেন কোকওভেন থানার অধীন ডিপিএল কলোনির বাসিন্দা সাগর রুইদাস। দুর্ঘটনায় একটি গাড়ি বেশি ক্ষতিগ্রস্ত হলেও দুই গাড়ির আরোহীদের অল্প বিস্তর চোট ছাড়া বড় কোন ঘটনা ঘটেনি। প্রত্যক্ষদর্শীদের মতে ঘন কুয়াশা এবং তারই সঙ্গে একটি গাড়ির অতিরিক্ত গতির কারণেই এই দুর্ঘটনা। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান বিজোন ফাঁড়ির পুলিশ ও দুর্গাপুর সাব ট্রাফিকের ওসি সহ ট্রাফিক পুলিশের আধিকারিকরা, তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে দুর্ঘটনাগ্রস্থ দুটি গাড়ি সরিয়ে দিয়ে যান চলাচল স্বাভাবিক করেন।

ট্রাফিক পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে প্লিজ কয়েকদিন ঘন কুয়াশার জেরে সামনাসামনি কোন কিছুই দেখা যাচ্ছে না। তাই সকল গাড়ির চালক গতির ওপর নিয়ন্ত্রণ রাখুন, তবেই দুর্ঘটনা থেকে রক্ষা পাবেন। গোটা ঘটনা তদন্ত শুরু করেছে ট্রাফিক পুলিশ।
সমরেন্দ্র দাস, Lcw India দুর্গাপুর

