পশ্চিম বর্ধমান জেলার কুলটির কেন্দুয়া বাজারে পবিত্র রমজান উপলক্ষে ইফতার পার্টিতে যোগদান করলেন তৃণমূলের জেলা সভাপতি তথা পাণ্ডবেশ্বর এর বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। প্রায় ২০০০ জন রোজা রাখা মানুষ ইফতার পার্টিতে অংশগ্রহণ করেছে। পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী ছাড়াও এই ইফতার পার্টিতে উপস্থিত ছিলেন কুলটি ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কাঞ্চন রায় সুব্রত সিনহা সহ ব্লক তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। ইফতার পার্টিতে যোগদান করে নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন পবিত্র রমজান মাসে প্রতিটি ক্ষণ মুসলিম ভাইদের জন্য নতুন তাদের ইফতার পার্টিতে এসে আজ নিজেকে ধন্য মনে করছি।

এছাড়াও বিধায়ক বলেন কুলটি এলাকার যে কোন সমস্যায় তিনি এগিয়ে আসবেন। এ দিন এক সুষ্ঠু সুন্দর পরিবেশে ইফতার পার্টি অনুষ্ঠিত হয়।
ব্যুরো রিপোর্ট, Lcw India কুলটি