জীবিকার সন্ধানে মহারাষ্ট্র গিয়ে চরম নির্যাতনের শিকার হওয়া, পাণ্ডবেশ্বরের তিন পরিযায়ী শ্রমিকদের পাশে দাঁড়ালেন পাণ্ডবেশ্বর এর বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। শনিবার ফরিদপুর ব্লকের লাউ দোহা গ্রামে পঞ্চায়েতের অন্তর্গত পলাশবন ও সিরসা গ্রামে গিয়ে নির্যাতিত শ্রমিক দিলীপ বাগদী, সমীর বাউরী ও তপন বাউরির বাড়িতে সরাসরি তাদের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। জানা গেছে মহারাষ্ট্রের কাজ করতে গিয়ে ওই তিন শ্রমিক নির্মমভাবে মারধরের শিকার হন। শুধু তাই নয়, তাদের উপার্জিত অর্থ জোর করে কেড়ে নেওয়া হয় বলে অভিযোগ।

শারীরিক মানসিক নির্যাতনের ফলে চরম আতঙ্কের মধ্যে কোনরকমে তারা নিজেদের বাড়িতে ফিরে আসতে সক্ষম হন। ঘটনার খবর পেয়েই তৎপরহ্ন বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী শ্রমিকদের পরিবারের সঙ্গে কথা বলেন এবং গোটা ঘটনার বিস্তারিত শুনে তিনি জানান, “এই শ্রমিকরা একা নন। তাঁদের ন্যায্য অধিকার আদায়ের আমরা সম্পূর্ণভাবে পাশে আছি।” বিধায়ক আশ্বাস দেন, জোর করে কেড়ে নেওয়া অর্থ ফেরত আনার জন্য প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে। পাশাপাশি সাত দিনের মধ্যেই নিরাপদ পরিবেশে তাদের পুনরায় কাজে যোগদানের ব্যবস্থাও করা হবে বলে তিনি জানান।

সেদিন বিধায়ক আরো বলেন পরিচয় শ্রমিকদের উপর এ ধরনের অত্যাচার কোনভাবেই বরদাস্ত করা হবে না। বিষয়টি প্রশাসনিক স্তরে গুরুত্ব সহকারে দেখা হচ্ছে এবং প্রয়োজনে ভিন রাজ্যের প্রশাসনের সঙ্গেও যোগাযোগ করা হবে। বিধায়কের আশ্বাসের কিছুটা হলেও স্বস্তি ফিরেছে শ্রমিক ও তাদের পরিবারের মুখে দীর্ঘদিন ধরেই দিন রাজ্যে কর্মরত পরিচয় শ্রমিকদের সুরক্ষা ও অধিকার নিয়ে প্রশ্ন উঠেছে এই ঘটনা ফের সেই বিষয়টি সামনে আনলো। এদিকে ঘটনা তীব্র নিন্দা করেছেন বিজেপি রাজ্য কমিটি সদস্য ত্রিদিব চক্রবর্তী। তুমি জানান মহারাষ্ট্রেতা দলের মন্ত্রীদের সঙ্গে কথা বলে বিষয়টি দেখবেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ নিতেও পিছুপা হবেন না।
ব্যুরো রিপোর্ট, Lcw India পাণ্ডবেশ্বর

