আগামী ৩ রা ডিসেম্বর থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত দুর্গাপুরের সিধু কানু ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে চলেছে ৫১ তম জাতীয় মহিলা দাবা প্রতিযোগিতা ২০২৫। জাতীয় স্তরের এই মর্যাদাপূর্ণ টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধনের আগে মঙ্গলবার দুপুরে সিটি সেন্টারের একটি বেসরকারি অভিজাত হোটেলে অনুষ্ঠিত হয় সাংবাদিক বৈঠক। এই সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত, সারা বাংলা দাবা সংস্থার সভাপতি গ্র্যান্ডমাস্টার দিব্যেন্দু বড়ুয়া, গ্র্যান্ড মাস্টার মেরিয়া গোমস, পশ্চিম বর্ধমান জেলা দাবা সংস্থার সম্পাদক সুব্রত চট্টোপাধ্যায় সহ সংগঠনের অন্যান্য কর্মকর্তারা। এবারের জাতীয় স্তরের এই দাবা প্রতিযোগিতায় দেশের ২৪ টি রাজ্য থেকে মোট ১৪৭ জন মহিলা দাবাড়ু অংশ নিচ্ছেন।

তাঁদের মধ্যে রয়েছেন ৭ জন মহিলা গ্রান্ড মাস্টার সহ আরো ১৪ জন খেতাবপ্রাপ্ত দাবাড়ু এই প্রতিযোগিতায় শিরোপা অর্জনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবেন। প্রতিযোগিতার মোট পুরস্কার মূল্য ৩০ লক্ষ টাকা। জাতীয় মহিলা দাবা প্রতিযোগিতার ইতিহাসে অন্যতম উচ্চ পুরস্কার রাশি হিসেবে মনে করা হচ্ছে। ৩রা ডিসেম্বর বুধবার দুপুর বারোটায় গান্ধী মোর সংলগ্ন সিধু কানু ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হবে। ৪ঠা ডিসেম্বর থেকে ১৩ই ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল দশটা থেকে শুরু হয়ে যাবে প্রতিযোগিতার খেলা গুলি। সারা বাংলা দাবা সংস্থার উদ্যোগে এবং পশ্চিম বর্ধমান জেলা দাবা সংস্থার সহযোগিতায় আয়োজিত এই প্রতিযোগিতাকে ঘিরে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে জোর প্রস্তুতি।
সমরেন্দ্র দাস, Lcw India দুর্গাপুর

