প্রচলিত প্রি ওয়েডিং শুটিংয়ের রীতি ভেঙ্গে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন দুর্গাপুরের সেপকো টাউনশিপের বাসিন্দা শৌভিক পোদ্দার। আগামী ১৬ ই ডিসেম্বর বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন তিনি সেই বিশেষ দিনের প্রস্তুতিতে অন্যদের মতন ক্যামেরার সামনে সময় না কাটিয়ে বরং সমাজের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন শৌভিক। আয়োজন করলেন স্বেচ্ছায় রক্তদান শিবিরের। সোমবার সকালে রাজ্য সরকারের ভ্রাম্যমান রক্তদান সংগ্রহের বাসে সেটকো টাউনশিপ অনুষ্ঠিত এই শিবিরে শৌভিক তার পরিবারের সদস্য, আত্মীয় এবং বন্ধু-বান্ধব মিলে মোট ১৬ জন রক্ত দান করেন, যার মধ্যে ৫ জন ছিলেন মহিলা রক্তদাতা।

পাত্রী সৌমিলি সরকার ও তার পরিবারের সদস্যরা উপস্থিত না থাকলেও হবু জামাইয়ের এই মানবিক উদ্যোগকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন তারা। কলকাতার একটি বেসরকারি আইটি সংস্থায় কর্মরত শৌভিক ও সৌমিলি – উভয়েই একই প্রতিষ্ঠানে কাজ করেন। কর্মসূত্রেই দুজনের আলাপ, পরে পরিবারের সম্মতিতে তারা পরিণয় সূত্রে আবদ্ধ হতে চলেছেন। রক্তদান শিবির নিয়ে শৌভিক জানান, “এক ফোঁটা রক্ত একটি জীবন বাঁচাতে পারে – এই উপলব্ধি থেকেই বিয়ের আগে রক্তদান শিবিরের আয়োজন এর সিদ্ধান্ত নিয়েছিলাম।

পরিষ্কার সকলকে আহ্বান করেছিলাম, অনেকেই সেই ডাকে সাড়া দিয়ে রক্তদান করতে এসেছেন।” মানব সেবার এই উদ্যোগকে আরো একধাপ এগিয়ে নিয়ে গিয়েছেন শৌভিকের বাবা সুশান্ত পোদ্দার তিনি জানান ব্যস্ততার মাঝেও সমাজের জন্য কিছু করা প্রত্যেক মানুষের কর্তব্য। সেই ভাবনায় অনুপ্রাণিত হয়ে বিয়ের পরের দিন অর্থাৎ ১৭ই ডিসেম্বর তিনি ১০০ জন দোস্ত মানুষের জন্য মধ্যাহ্নভোজের আয়োজন এবং শীতবস্ত্র কম্বল বিতরণের সিদ্ধান্ত নিয়েছেন। রক্তদান শিবিরটি পরিচালনা করেন দুর্গাপুর মহকুমা ভলেন্টিয়ার ব্লাড ডোনার্স ফোরাম তাদের উদ্যোগেই আজ দুর্গাপুর সহ আশেপাশে এলাকায় জন্মদিন বিবাহ বার্ষিকী বা বিবাহের মতন বিশেষ দিনগুলোতে স্বেচ্ছায় রক্তদানের মতন নোবেল উদ্যোগ জনপ্রিয় হয়ে উঠেছে। মানবিকতার এই অভিনব উদাহরণ নিঃসন্দেহে সমাজের ইতিবাচক বার্তা ছড়িয়ে দিল।।
সমরেন্দ্র দাস, Lcw India দুর্গাপুর

