পশ্চিম বর্ধমান জেলায় পথশ্রী রাস্তাশ্রী প্রকল্পের আওতায় ১৭২ কিলোমিটার রাস্তা নির্মাণের সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার কাঁকসার গোপালপুরে জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত ভার্চুয়াল শিলান্যাস অনুষ্ঠানে কৃষ্ণনগর থেকে এই প্রকল্প সূচনা করেন মুখ্যমন্ত্রী। সারা রাজ্যজুড়ে প্রায় কুড়ি হাজার কিলোমিটার রাস্তা নির্মাণের এই বৃহৎ প্রকল্পের ফলে উপকৃত হবেন ৩৫ হাজার গ্রাম ও ১২৮টি পৌর এলাকার বাসিন্দারা। এর মধ্যে পশ্চিম বর্ধমান জেলার ১৭২ কিলোমিটার রাস্তা নির্মাণের কাজ শুরু হলো আজ থেকেই। এদিন পাণ্ডবেশ্বর বিধানসভা এলাকার দুর্গাপুর ফরিদপুর ব্লকের গোগলা গ্রাম পঞ্চায়েতের মাদারবুনি সিমেন্ট ধাউড়া এবং মাদারবনী এলাকায় নারকেল ফাটিয়ে নতুন রাস্তার কাজের শুভ শিলান্যাস হয়।

মোট ৩৩ টি নতুন রাস্তা উপহার পাওয়ার পর তার নির্মাণের কাজ শুরু হচ্ছে পাণ্ডবেশ্বর বিধানসভায়। শুভ অনুষ্ঠানের উপস্থিত ছিলেন পাণ্ডবেশ্বরের বিধায়ক তথা পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী, ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক অর্ঘ্য মুখোপাধ্যায়, পঞ্চায়েত সমিতির সভাপতি কল্যাণ সো মন্ডল সহ প্রশাসনের অন্যান্য আধিকারিকরা। পথশ্রী ও রাস্তা শ্রী প্রকল্প প্রসঙ্গে বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন, “কেন্দ্রীয় সরকার ১০০ দিনের কাজ সহ বিভিন্ন প্রকল্পে রাজ্যকে বঞ্চনা করেছে। তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্য সরকার মানবিকভাবে উন্নয়নের কাজ চালিয়ে যাচ্ছে। পথাশ্রী – রাস্তাশ্রী প্রকল্পের মাধ্যমে সারা বাংলায় উন্নয়ন আরো গতিময় হবে।”

পথশ্রী – রাস্তাশ্রী প্রকল্পের বাস্তবায়নে পশ্চিম বর্ধমান জেলায় গ্রামাঞ্চল থেকে শহরতলী- সব অঞ্চলের যোগাযোগ ব্যবস্থার উল্লেখযোগ্য উন্নতি হবে বলে আশা প্রশাসনের।
সমরেন্দ্র দাস, Lcw India পাণ্ডবেশ্বর

