spot_img
Wednesday, December 3, 2025
Durgapur
haze
26.2 ° C
26.2 °
26.2 °
36 %
4.1kmh
40 %
Wed
28 °
Thu
28 °
Fri
28 °
Sat
27 °
Sun
27 °
Homeফুটবল৮ই জুলাই থেকে শুরু হতে চলেছে শহীদ আশীষ জব্বর  ফুটবল টুর্নামেন্ট

৮ই জুলাই থেকে শুরু হতে চলেছে শহীদ আশীষ জব্বর  ফুটবল টুর্নামেন্ট

-

দুর্গাপুরের ক্রীড়া সংস্কৃতি ইতিহাসে এক উজ্জ্বল অধ্যায় হিসেবে বিবেচিত হয় শহীদ আশীষ জব্বর মেমোরিয়াল ফুটবল টুর্নামেন্ট। হিন্দুস্তান স্টিল এমপ্লয়ীজ ইউনিয়নের উদ্যোগে আয়োজিত এর টুর্নামেন্ট শুধু একটি ক্রিড়া প্রতিযোগিতা নয় বরং এটি এক গভীর আবেগ ও শ্রদ্ধার বহিঃপ্রকাশ যা নিবেদিত হয়েছে প্রয়াত আশিস জব্বলের স্মৃতির প্রতি যারা ছিলেন দুর্গাপুরের উজ্জ্বল নক্ষত্র ও সমাজসেবক। দুর্গাপুরের বুকে এই টুর্নামেন্ট বিগত ৫০ বছরের বেশি সময় ধরে চলছে। মঙ্গলবার সন্ধ্যায় ২০২৪-২৫ সিজনে এই টুর্নামেন্ট উপলক্ষে দুর্গাপুরের  বি জোনে ১ নং বিদ্যাসাগর এভিনিউ তে একটি সভার আয়োজন করা হয়। প্রতিবছরের মতন এবারও এই টুর্নামেন্টে দুর্গাপুর মহকুমা ক্রীড়া সংস্থার ১২ টি দল অংশগ্রহণ করছে। এই টুর্নামেন্ট প্রসঙ্গে টুর্নামেন্ট কমিটির সম্পাদক শ্রীমান্ত চ্যাটার্জি জানান দুর্গাপুরে খেলাধুলার মনকে মানকে অক্ষুন্ন রাখার জন্য দলমত নির্বিশেষে সবাইকে আহ্বান জানানো হয়েছে।

আগামী ৮ই জুলাই ২০২৫ অর্থাৎ পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর জন্মদিনে এই টুর্নামেন্ট শুরু হবে স্থানীয় লাল ময়দান ক্রীড়াঙ্গনে। বর্তমানের ফুটবল খেলার মান প্রসঙ্গে প্রাক্তন দিকপাল ফুটবলার সুব্রত সিনহা জানান ৯০ দশকের পর থেকে খেলাধুলার মান নিম্নমুখী হয়েছে।।

 এবছরের শহীদ  আশিস – জব্বর মেমোরিয়াল টুর্নামেন্টের আকর্ষণীয় বিষয় হলো ১১ সাইডে খেলা হবেপ্রতিবছর এই টুর্নামেন্ট এক সাংস্কৃতিক মিলনক্ষেত্রের পরিণত হয়। যেখানে ক্রীড়া প্রেমী মানুষ প্রাক্তন খেলোয়াড় সংগঠক ও সমাজের নানান স্তরের মানুষ একত্রিত হন। শহীদ আশিস জব্বরের – স্মৃতিকে সম্মান জানিয়ে এই আয়োজন দুর্গাপুরবাসীর গর্বের বিষয় হয়ে উঠেছে। এই টুর্নামেন্ট কেবল খেলার মধ্যেই সীমাবদ্ধ নয় এটি এক সামাজিক ঐতিহ্য যা সময়ের সঙ্গে সঙ্গে আরও গভীর প্রভাব ফেলেছে আমাদের সমাজে। টুর্নামেন্টে সম্মান জানানো হয় সমস্ত স্তরের ক্রীড়াবিদ, প্রাক্তন ফুটবলার, ক্রীড়া সংগঠক এবং রেফারিদের।

সমরেন্দ্র দাস, Lcw India দুর্গাপুর

Related articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest posts