জাতীয় ক্রীড়া দিবস কে কেন্দ্র করে দুর্গাপুরে পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্ট ফিজিক্যাল কালচার অ্যাসোসিয়েশনের উদ্যোগে অনুষ্ঠিত হতে চলেছে এক বিশেষ স্পোর্টস ফেস্টিভ্যাল। দুর্গাপুরে বামুনাড়ার একটি বেসরকারি হোটেল ম্যানেজমেন্ট কলেজে ২৯ এবং ৩০ শে আগস্ট দুদিন ব্যাপী এই ক্রীড়া উৎসবের আয়োজন করা হয়েছে। এই ক্রীড়া উৎসবে বিভিন্ন স্কুল এবং ক্রীড়া সংগঠকদের যোগা সহ বিভিন্ন ধরনের ক্রীড়া অনুষ্ঠিত হবে। পাশাপাশি উৎসবে থাকছে পাওয়ারলিফটিং, বেঞ্চ প্রেস এবং ডেড লিফট প্রতিযোগিতা। মঙ্গলবার দুপুরে শহীদ ভগত সিং ক্রীড়াঙ্গনে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে ওই উদ্যোক্তা সীমা দত্ত চ্যাটার্জী অপূর্ব মুখোপাধ্যায় প্রমুখও জানান সমাজে খেলাধুলার গুরুত্ব ফের জাগিয়ে তুলতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। অনুষ্ঠানের প্রধান উদ্যোক্তা সীমা দত্ত চ্যাটার্জি বলেন আমাদের আসল উদ্দেশ্য যুব সমাজকে ক্রীড়ার প্রতি ভালোবাসা জাগানো। শুধু পড়াশোনা নয় সুস্থ শরীর ও মন গড়ে তুলতে খেলাধুলা অপরিহার্য।
আয়োজকদের দাবি ক্রীড়া জগত ও সমাজের বিভিন্ন মহলের প্রতিযোগিতায় উৎসবকে ঘিরে ইতিমধ্যেই তৈরি হয়েছে ব্যাপক উৎসাহ তাদের বিশ্বাস এমন উদ্যোগ নিয়মিত আকারে অনুষ্ঠিত হলে যুবসমাজকে ক্রীড়া মুখী করে তোলা সম্ভব হবে এবং ক্রীড়ার মাধ্যমে সুস্থ ও সচেতন প্রজন্ম গড়ে উঠবে।
সমরেন্দ্র দাস, Lcw India দুর্গাপুর