বিজেপি ও সিপিএম মিলে বাংলার প্রায় ২৬ হাজার শিক্ষক শিক্ষিকা ও শিক্ষা কর্মীদের চাকরি খেয়েছে। এই অভিযোগে বাইক মিছিল সংগঠিত করে ১ নং ব্লক যুব তৃণমূল। দুর্গাপুরের ইস্পাত নগরীর ইস্পাত পল্লী থেকে শুরু হয় বাইক মিছিল।

কয়েকশো যুব তৃণমূলের কর্মী সমর্থকদের দেখা যায় এই প্রতিবাদ মিছিলে। মিছিলের নেতৃত্ব দেন এক নম্বর ব্লক তৃণমূলের সভাপতি রাজিব ঘোষ এবং যুব তৃণমূল সভাপতি মনোজ চাঁদ,সহ তৃণমূল যুব কংগ্রেসের কর্মীরা। যুব সভাপতি বলেন,”বিজেপি আর সিপিএমের চক্রান্তে বাতিল হয়েছে এসএসসি প্যানেল। তারই প্রতিবাদে আমাদের আন্দোলন। তাদের হয়ে আমরা লড়াই করছি তাদের পাশে আমরা প্রত্যেক মুহূর্তে আছি।”

এই বাইক মিছিলটি দুর্গাপুরের ইস্পাতপল্লি দুর্গামন্দির থেকে শুরু হয়ে ভারতী মোড়, তানসেন, চন্ডীদাস, তিলক , দুর্গাপুর ইস্পাত হাসপাতাল রোড, কণিষ্ক, সেকেন্ডারি রোড হয়ে আশিষ মার্কেটে শেষ হয়। এরপর আশীষ মার্কেটে একটি পথ সভা অনুষ্ঠিত হয়।
সমরেন্দ্র দাস, Lcw India দুর্গাপুর