দুর্গাপুরের সিটি সেন্টার অম্বুজা কলোনিতে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পরিষদের পক্ষ থেকে উর্বশী সংস্কৃতি মঞ্চ দুর্গাপুজো কমিটির জন্য নির্মিত ভোগ ঘরের উদ্বোধন হয় বুধবার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুর নবনিগমের প্রশাসক মন্ডলীর চেয়ারপারসন অনিন্দিতা মুখার্জি, আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত সহ আড্ডার ইঞ্জিনিয়ার ও আধিকারিকরা। বিশিষ্ট অতিথিরা ফিতে কেটে দুর্গাপুজোর ভোগ ঘর ও স্টোরের উদ্বোধন করেন। এরপর আমন্ত্রিত বিশিষ্ট স্তবক দিয়ে সম্মাননা জানানো হয়। এই অনুষ্ঠানে উপস্থিত থেকে আড্ডার চেয়ারম্যান কবি দত্ত বলেন, “এগুলো আমাদের কাজ, আর এই কাজগুলি করা আমাদের কর্তব্য দায়িত্বের মধ্যে পড়ে,” শুধু জেলায় নয় জেলার বাইরে বুদবুদ, গলসি ও আউসগ্রামে উন্নয়নমূলক কাজ করা হয়েছে।

অন্যদিকে দুর্গাপুর নগর নিগম প্রশাসক মন্ডলী চেয়ারপারসন অনিন্দিতা মুখার্জি বলেন, এটা ঊর্বশী সংস্কৃতিক মঞ্চ দুর্গাপুজো কমিটির আরও একটি পাওনা। ইতিপূর্বে আড্ডার পক্ষ থেকে এখানে একটি সাংস্কৃতিক মঞ্চ নির্মাণ করা হয়েছে।

প্রথমে সংস্কৃতিক মঞ্চ এরপর দুর্গাপুজোর ভোগ ঘরের নির্মাণ হওয়ায় খুশি ঊর্বশী সংস্কৃতিক মঞ্চ দুর্গাপূজা কমিটির সদস্যরা। আড্ডার পক্ষ থেকে এই ধরনের একটি প্রকল্প তৈরি করা দুর্গাপুর উন্নয়ন পর্ষদকে ধন্যবাদ ও সাধুবাদ জানিয়েছেন।প্রায় ৬ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত হয় দুর্গাপুরে উর্বশী সাংস্কৃতিক মঞ্চ দূর্গা পুজো কমিটির রান্নাঘর। এই ভোগ রান্নার ঘরটি হওয়ার ফলে বিশেষভাবে উপকৃত হয়েছেন ঊর্বশী সাংস্কৃতিক মঞ্চ দুর্গা পূজা কমিটি।