৭ ম বর্ষে মহিলা রক্তদান শিবির।
আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে দুর্গাপুর অন্নপূর্ণা বিবেকানন্দ প্রগতি সোসাইটির উদ্যোগে এবং ওয়েস্ট বেঙ্গল ভলেন্টারি ব্লাড ডোনার্স সোসাইটি ও এস সি, এস টি , ওবিসি ফোরাম অফ ইন্ডিয়া এবং দুর্গাপুর ও আসানসোল মহকুমা হাসপাতালের সহযোগিতায় রবিবার সকালে বেনাচিতির লক্ষীনারায়ণ মন্দির সভাকক্ষে আয়োজিত মহতী স্বেচ্ছায় রক্তদান শিবির। এদিন দুর্গাপুরের বিভিন্ন প্রান্ত থেকে মহিলারা এসে রক্তদান করেন। প্রসঙ্গে দুর্গাপুর অন্নপূর্ণা বিবেকানন্দ প্রগতি সোসাইটির সম্পাদিকা দাস বলেন সম্পূর্ণ মহিলাদের দ্বারা পরিচালিত এই রক্তদান শিবির সপ্তম বর্ষে পদার্পণ করল।

এই শিবিরে উপস্থিত ছিলেন দুর্গাপুরের পূর প্রশাসক অনিন্দিতা মুখার্জি, রক্তদান আন্দোলনের নেতৃত্ব কবি ঘোষ বিশিষ্ট চিকিৎসক ডাঃ করবি কুন্ডু ও ডাঃ শাশ্বতী সেনগুপ্ত, বিশিষ্ট সমাজসেবী সুদেব রায়, তরুণ রায় রমা প্রসাদ হালদার, এসসি এসটি ওবিসি ইন্ডিয়ার চেয়ারপারসন সন্দীপ সিকদার এবং এন এস এম এস কলেজের চেয়ারম্যান আব্দুস সামাদ সহ অন্যান্য ব্যক্তিবর্গ। সম্পূর্ণ মহিলাদের দ্বারা পরিচালিত এই ধরনের একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করায় কি জানালেন দুর্গাপুরের পুর প্রশাসক অনিন্দিতা মুখার্জি ও রক্তদান আন্দোলনের নেতৃত্ব কবি ঘোষ শুনে নেব।
গত বছরগুলিতে দুর্গাপুর অন্নপূর্ণা বিবেকানন্দ প্রগতি সোসাইটির মহিলাদের দ্বারা আন্তর্জাতিক নারী দিবসে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এবার এই সংস্থার সাথে যুক্ত হয়েছে এসসি এসটি ওবিসি ইন্ডিয়া। নতুনভাবে যুক্ত হয়ে এসসি এসটি ওবিসি ইন্ডিয়ার চেয়ারপার্সন সন্দীপ সিকদার এই রক্তদান শিবির প্রসঙ্গে কি জানালেন শোনাবো আপনাদের।
এদিনের এই মহতী রক্তদান শিবিরে মোট ৮২ জন রক্তদাতা স্বেচ্ছায় তাদের মূল্যবান রক্ত সামাজিক কল্যানে দান করেন। যার মধ্যে ৪২ ইউনিট রক্ত দুর্গাপুর মহকুমা হাসপাতাল ও ৪০ ইউনিট রক্ত আসানসোল জেলা হাসপাতাল সংগ্রহ করেছে। এই রক্তদান শিবিরে এন এস এম এস নার্সিং কলেজের ছাত্রীরা রক্তদান করেছেন। রক্তদান শেষে প্রত্যেক রক্তদাকে শংসাপত্র ও শুভেচ্ছা স্মারক এবং আমার নার্সারির পক্ষ থেকে একটি করে চারাগাছ প্রদান করা হয়েছে।।
সমরেন্দ্র দাস, Lcw India দুর্গাপুর