রবিবার দুর্গাপুরে এ – জোন ইয়ংস স্পোর্টিং ক্লাবের পরিচালনায় অনুষ্ঠিত হয় এক নৈশ ভলিবল প্রতিযোগিতা – ভলিবল চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার, আসানসোল দুর্গাপুর উন্নয়ন পরিষদের চেয়ারম্যান কবি দত্ত, দুর্গাপুর নগর নিগমের চেয়ারপারসন অনিন্দিতা মুখোপাধ্যায়, পাণ্ডবেশ্বর এর বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, শ্রমিক নেতা মানষ অধিকারী, প্রাক্তন কাউন্সিল রাখি তেওয়ারি সহ অন্যান্য বিশিষ্টজনেরা। অস্থায়ী মঞ্চে বিশিষ্ট অতিথিদের উত্তরীয় পরিয়ে পুষ্পস্তবক ও স্মারক দিয়ে সম্বর্ধনা জানানো হয়। ভলিবল প্রতিযোগিতায় উপস্থিত থেকে রাজ্যের মন্ত্রীদের বলেন,” উদ্যোক্তাদের ভালো উদ্যোগ এই খেলা ১৩০ বছর আগে সূচনা হয়েছিল। ১৯৬৪ সালে প্রথমবার এই খেলা অলিম্পিক স্থান পায়।”

অন্যদিকে আড্ডার চেয়ারম্যান কবি দত্ত বলেন, “দুর্গাপুর নানান উপাধিতে ভূষিত হয়েছে, ক্রীড়াতেও দুর্গাপুর আজ পিছিয়ে নেই। বিভিন্ন জায়গায় এখন ভলিবল প্রতিযোগিতায় অনুষ্ঠিত হয়।”
এদিন দুর্গাপুর সহ রাজ্যের বিভিন্ন প্রান্তের আটটি ভলিবল দল নিয়ে প্রতিযোগিতা শুরু হয় সন্ধ্যায়। প্রতিযোগিতার আয়োজন করে ক্লাব সদস্য নিখিল দাস বলেন, আমাদের এই টুর্নামেন্ট দ্বিতীয় বর্ষের পদার্পণ করলো। এই টুর্নামেন্টে উইনার্স দলের জন্য ২০ হাজার টাকা নগদ সঙ্গে সুদৃশ্য ট্রফি এবং রানার্স দলের জন্য ১৫ হাজার টাকা নগদ এবং সুদৃশ্য ট্রফি ছাড়াও বিভিন্ন পুরস্কার রয়েছে।”

ভলিবলের ফিতে কেটে খেলোয়াড়দের সঙ্গে পরিচিত পর্ব সেরে প্রতিযোগিতার উদ্বোধন করেন আড্ডার চেয়ারম্যান কবি দত্ত। একে অপরের সঙ্গে প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বিতা করে চূড়ান্ত পর্যায়ে খেলার যোগ্যতা অর্জন করে “ইয়ংস স্পোর্টিং ক্লাব” ও”মা দুর্গা এন্টারপ্রাইজ”। চূড়ান্ত পর্যায়ে খেলাটির প্রথম সেট বেশ হাড্ডাহাড্ডি লড়াই হলেও পরবর্তীতে পরপর দুটি সেট জিতে ট্রেড সেটে দুর্গাপুরের এজোন ইয়ংস স্পোর্টিং ক্লাব মা দুর্গা এন্টারপ্রাইজ কে পরাজিত করে ২০২৫ এর ভলিবল চ্যাম্পিয়নশিপের খেতাব ছিনিয়ে নেয়। প্রচন্ড ঠান্ডা কে উপেক্ষা করো করেও মাঠে উপস্থিত ছিলেন শত শত দর্শক। যাদের উপস্থিতি খেলোয়াড়দের মনোবলকে আরও সাহসী ও উচ্ছ্বসিত করেছে।
সমরেন্দ্র দাস, Lcw India দুর্গাপুর

