দুর্গাপুরে বিজরা যুব কমিটির উদ্যোগে আয়োজিত বার্ষিক রানিং ফুটবল টুর্নামেন্ট ২০২৫ এর চূড়ান্ত পর্ব এক চূড়ান্ত রোমাঞ্চে সাক্ষী হয়ে উঠল। ১৪ই জুন থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতায় তার উত্তেজনা শিখরে পৌঁছায় ২২ শে জুন। এদিন ফাইনালে মুখোমুখি হয় দুই শক্তিশালী দল। সিং এন্টারপ্রাইজ এবং পারুলিয়া আদিবাসী গোল্ডেন ক্লাব।

খেলার শুরু থেকেই ছিল উত্তেজনায় পরিপূর্ণ দুই দলের আক্রমণ ও প্রতিরক্ষার কৌশল দর্শকরা মুহুর্মুহু হাততালি দিয়ে দুই দলকে উৎসাহ দিতে থাকেন। নির্ধারিত সময়ে খেলা ২-২ গোলে সমতায় শেষ হওয়ায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেই কঠিন মানসিক পরীক্ষায় সাহসিকতা এবং ধৈর্যের পরিচয় দিয়ে পারুলিয়া আদিবাসী গোল্ডেন ক্লাব ৪৩ গোলে জয় লাভ করে এবং ২০২৫ এর চ্যাম্পিয়ন ঘোষিত হয়। এই টুর্নামেন্ট প্রসঙ্গে টুর্নামেন্ট কমিটির অন্যতম সদস্য হাফিজুল মিদ্দা জানান পঞ্চম বর্ষের এই টুর্নামেন্ট সুন্দরভাবে সমাপ্ত হলো। আগামী দিনে এই টুর্নামেন্টকে দুর্গাপুরের বুকে ফুটবলের উৎসবে পরিণত করতে চাই।

চূড়ান্ত পর্যায়ে খেলার শেষে চ্যাম্পিয়ন দল ও রানার্স দলের হাতে সুদৃশ্য ট্রফি ও নগদ পুরস্কার প্রদান করা পাশাপাশি বেস্ট গোলকিপার ম্যান অফ দ্যা ম্যাচ ও ম্যান অব দ্য টুর্নামেন্ট পুরস্কার পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী বান্টি সিং, প্রাক্তন ফুটবলার কৃষ্ণা সিং সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিত্বরা। এই টুর্নামেন্ট কেবল একটি আয়োজন নয় বরং এটি এলাকার ক্রীড়া সংস্কৃতি ও যুব সমাজকে একত্রিত করার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ ছিল।
সমরেন্দ্র দাস, Lcw India দুর্গাপুর