spot_img
Tuesday, September 2, 2025
Durgapur
broken clouds
25.2 ° C
25.2 °
25.2 °
94 %
3.6kmh
84 %
Wed
31 °
Thu
32 °
Fri
33 °
Sat
33 °
Sun
33 °
Homeখেলা৪-৩ গোলে জয়ী হয়ে সেমিফাইনালে আইএন দিশারী সংঘ

৪-৩ গোলে জয়ী হয়ে সেমিফাইনালে আইএন দিশারী সংঘ

-

দুর্গাপুরের রানা প্রতাপ রোডের লাল ময়দানে চলছে শহীদ আশীষ জব্বর মেমোরিয়াল নকআউট ফুটবল টুর্নামেন্ট। আর সেই টুর্নামেন্টের আজ অর্থাৎ ১৯ শে জুলাই অনুষ্ঠিত হলো প্রথম কোয়ার্টার ফাইনালের খেলা। এই খেলায় পরস্পর প্রতিদ্বন্দ্বিতা করতে মাঠে নামে আই এন দিশারী সংঘ এবং দুর্গাপুর টাউন ক্লাব।

খেলার শুরু থেকেই দু দলের মধ্যে গোল করার জন্য একটা হাড্ডাহাড্ডি লড়াই দেখা যায়। এরই মধ্যে খেলার প্রথমার্ধে একটি গোল করে এগিয়ে যায় দুর্গাপুর টাউন ক্লাব। মধ্যাহ্ন বিরতির পরপর শুরু হয় দ্বিতীয়ার্ধের খেলা, এখানেও দুজনের মধ্যে প্রবল লড়াই দেখা যায়। অবশেষে একটি ভালো পাশ থেকে অনবদ্য গোল করে দিশারী সংঘের অনিল সিং ওরফে পোলিও।

অনিলের করা গোলে খেলার সমতা আসে। মূল পর্বের খেলা ১-১ গোলে অমীমাংসিত হলে ম্যাচ পরিচালকের সিদ্ধান্তে খেলা টাইব্রেকারে গড়ায়। টাইব্রেকারে আইএন দিশারী সংঘ ৩-২ গোলে দুর্গাপুর টাউন ক্লাব কে পরাজিত করে সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে। প্রথম সেমিফাইনালে সেরা খেলোয়াড় দুর্গাপুর টাউন ক্লাবের স্টপার ফুল ব্যাক জয়ন্ত হাঁসদা।

আগামীকাল এই টুর্নামেন্টের দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে পরস্পর মুখোমুখি হবে উখড়া ফুটবল একাডেমি এবং উখড়া পূজারী ফুটবল কোচিং সেন্টার যা এক কথায় উখড়া ডার্বি বলা যেতেই পারে।

সমরেন্দ্র দাস, LCW India দুর্গাপুর

Related articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest posts