গ্যামন ব্রীজ ফ্রেন্ডস ক্লাবের পরিচালনায় স্বর্গীয় সৈকত – শুভ্র’ র স্মরণে গ্যামন ব্রীজ ফ্রেন্ডস ক্লাব ও অরুন স্মৃতি জুনিয়র খেলোয়াড়দের নিয়ে মধুসূদন চ্যাটার্জির স্মৃতি উইনার্স ও শিপ্রা বোস স্মৃতি রানার্স কাপের চূড়ান্ত পর্যায়ে খেলায় নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে অমীমাংসিত হয়।

এরপর ম্যাচ পরিচালকের সিদ্ধান্তে খেলা টাই ব্রেকারে গড়ায়। টাই ব্রেকারে সৈকত একাদশ ৬-৫ গোলে শুভ্র একাদশকে হারিয়ে বিজয়ীর শিরোপা অর্জন করে। সৈকত একাদশের হয়ে গোল করে আদিাকুড়ে এবং শুভ আকাশের হয়ে গোল করেন রোহিত সহিস।।

সেরা খেলোয়াড় প্রিন্স ছেত্রী, এরা গোলরক্ষক সোমনাথ রুইদাস। এদিন ম্যাচ পরিচালনার দায়িত্বে ছিলেন সন্ময় চট্টরাজ, সহযোগিতায় আশীষ মন্ডল এবং প্রদীপ ব্যানার্জি।
সমরেন্দ্র দাস, Lcw India দুর্গাপুর