
স্বর্গীয় শ্রমিক নেতা আনন্দ গোপাল মুখোপাধ্যায়ের একশতম জন্ম দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচির পাশাপাশি অনুষ্ঠিত হয় দুর্গাপুরের বিভিন্ন ওয়ার্ডের আটটি দল নিয়ে ফুটবল প্রতিযোগিতা। সকাল থেকে চলায় টুর্নামেন্টে চূড়ান্ত পর্যায়ের খেলায় ১১ নম্বর ওয়ার্ডের গণেশ স্মৃতি সংঘ এবং ৩২ নম্বর পলাশডিহা আদিবাসী ক্লাব মুখোমুখি হয়। অনিল পর্বের খেলা সমাপ্ত হওয়ায়, খেলা গড়ায় টাইব্রেকারে। তাইব্রেকারে পলাশ দিয়া আদিবাসী ক্লাব ৩-২ গোলে বোনের স্মৃতি সংঘ কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বর্গীয় আনন্দগোপাল মুখোপাধ্যায়ের পুত্রবধূ তথা দুর্গাপুর নগর নিগম প্রশাসক মন্ডলীর চেয়ারপারসন অনিন্দিতা মুখার্জি, বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, প্রাক্তন কাউন্সিলর রাখি তেওয়ারি, রমাপ্রসাদ হালদার রাজু সিং সহ আনন্দগোপাল মুখোপাধ্যায় মেমোরিয়াল সোসাইটির সদস্যবৃন্দ। পরবর্তীতে রানার্স এবং উইনার্স দলের হাতে সুদৃশ্য ট্রফি তুলে দেওয়া হয়, পাশাপাশি দুজনের সমস্ত প্লেয়ারকে ব্যক্তিগত পুরস্কারে পুরস্কৃত করা হয়।

