spot_img
Thursday, January 8, 2026
Durgapur
clear sky
15.2 ° C
15.2 °
15.2 °
30 %
3.9kmh
3 %
Thu
15 °
Fri
25 °
Sat
25 °
Sun
27 °
Mon
27 °
Homeখেলাদুর্গাপুরে শুরু হল ইন্টারভিলেজ প্রিমিয়ার লিগ (IVPL) সিজন ৬

দুর্গাপুরে শুরু হল ইন্টারভিলেজ প্রিমিয়ার লিগ (IVPL) সিজন ৬

-

দুর্গাপুরের এক নম্বর ওয়ার্ডের অধীন রঘুনাথপুরে একুশে ডিসেম্বর থেকে শুরু হয়ে গেল ইন্টারভিলেজ প্রিমিয়ার লিগ (IVPL )২০২৫ -২৬ এর ষষ্ঠ সিজনের ক্রিকেট প্রতিযোগিতা। বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে এই টুর্নামেন্টের সূচনা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি রাজীব ঘোষ যুব সভাপতি মনোজ চাঁদ সহ একাধিক আমন্ত্রিত বিশিষ্ট অতিথি। মঞ্চে উপস্থিত সকল অতিথিকে পুস্ত স্তবকদের সম্বর্ধনা জানানো হয়।

এরপর এলাকার জননেতা প্রয়াত নিখিল নায়েকের প্রতিকৃতিতে তার স্মৃতি কে স্মরণীয় করে রাখতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন আমন্ত্রিত অতিথিরা, দুই দলের খেলোয়ার এবং ইন্টারভিলেজ প্রিমিয়ার লিগের সদস্যরা। অনুষ্ঠানের পর অতিথিরা ক্রিকেটারদের সঙ্গে পরিচয় পর্ব সম্পন্ন করে এবং তারপরে শুরু হয় প্রতিযোগিতার উদ্বোধনী ম্যাচ এই টুর্নামেন্ট চলবে প্রায় দেড় মাস ধরে। আগামী ৮ই ফেব্রুয়ারি ২০২৬ টুর্নামেন্টের চূড়ান্ত পর্যায়ে খেলা অনুষ্ঠিত হবে। এবারের ইন্টারভিলেজ প্রিমিয়ার লিগ টুর্নামেন্টে মোট নটি ফ্রাঞ্চাইজি নিলামের মাধ্যমে নিজেদের পছন্দের খেলোয়াড়দের দলে নিয়েছে।

গ্রামীন ক্রীড়াকে আরও সমৃদ্ধ করা এবং যুব সমাজকে মাঠমুখী করার লক্ষ্যেই এই ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা। দুর্গাপুরের এক নম্বর ওয়ার্ডের রঘুনাথপুর, ধোবিঘাট, কমলপুর ও প্রতাপপুর – এই চারটি মাঠে টুনামেন্টের ম্যাচগুলি অনুষ্ঠিত হবে। রঘুনাথপুরের সম্মিলনী ক্রীড়াঙ্গনে আয়োজিত উদ্বোধনী ম্যাচের মাধ্যমে জমজমাট শুরু হল এই জনপ্রিয় গ্রামীণ ক্রিকেট প্রতিযোগিতা।

অজয় বাউরী, Lcw India দুর্গাপুর

Related articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest posts