spot_img
Monday, January 12, 2026
Durgapur
clear sky
14.1 ° C
14.1 °
14.1 °
45 %
3.3kmh
0 %
Mon
14 °
Tue
26 °
Wed
26 °
Thu
26 °
Fri
26 °
Homeদুর্গাপুরস্বামী বিবেকানন্দের আদর্শ উজ্জীবিত যুবশক্তি - শৃঙ্খলা ও মানবিকতার পথে দুর্গাপুর

স্বামী বিবেকানন্দের আদর্শ উজ্জীবিত যুবশক্তি – শৃঙ্খলা ও মানবিকতার পথে দুর্গাপুর

-

সারা দেশের সঙ্গে আজ দুর্গাপুরেও যথাযথ মর্যাদায় পালিত হল স্বামী বিবেকানন্দের ১৬৪ তম জন্মদিন তথা জাতীয় যুব দিবস এ বিশেষ দিনে যুব সমাজের মধ্যে দেশপ্রেম শৃঙ্খলা ও মানবিকতার বার্তা পৌঁছে দিতে সোমবার সরকারের সকালে দুর্গাপুরের রাজীব গান্ধী মেলা ময়দান থেকে অনুপ্রেরণামূলক বাইক র‍্যালির আয়োজন করা হয়। এই র‍্যালির উদ্যোগে ছিলেন যুব সমাজের প্রতিনিধি শুভ্রনীল বিশ্বাস।

প্রায় শতাধিক যুবক স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এই বাইক র‍্যালিতে। রাজিব গান্ধী মেলা ময়দান থেকে শুরু হওয়া র‍্যালিটি দুর্গাপুর ইস্পাত নগরী বিভিন্ন গুরুত্বপূর্ণ পথ পরিক্রমা করে ১৯নম্বর জাতীয় সড়ক ধরে এম এ এম সি হয়ে পুনরায় চন্ডীদাস মোড়ে এসে শেষ হয়। এই প্রসঙ্গে উদ্যোক্তা শুভ্রনীল বিশ্বাস জানায়, “যুব সমাজের আইকন স্বামী বিবেকানন্দ। তার আদর্শ ও অনুপ্রেরণাকে আজকের যুবকদের মধ্যে স্মরণীয় করে রাখতে এই উদ্যোগ। আমরা চাই তার শিক্ষা ও আদর্শকে কাজে লাগিয়ে সমাজের সকল স্তরের মানুষের পাশে থেকে কাজ করতে।”

 র‍্যালিতে অংশগ্রহণকারী যুবকেরা সকলেই হেলমেট পরিধান করে এবং সমস্ত ট্রাফিক নিয়ম মেনে সুশৃংখলভাবে সম্পন্ন করেন, যা সমাজের কাছে এক দৃষ্টান্ত স্থাপন করে। এই উদ্যোগে শুধুমাত্র উদযাপন নয় বরং দায়িত্বশীল নাগরিক হওয়ার বার্তাও তুলে ধরা হয়। প্রসঙ্গত জানিয়ে রাখা দরকার আজ উদ্যোক্তা শুভ্রনীল বিশ্বাসেরও জন্মদিন। তার অনুগামীরা এদিন মাঠে কেক কেটে তাকে  শুভেচ্ছা ও অভিনন্দন জানায়। স্বামী বিবেকানন্দের আদর্শে উদ্বুদ্ধ এই বাইক র‍্যালি প্রমাণ করল — যুবশক্তিই পারে সমাজ ও দেশকে সঠিক পথে এগিয়ে নিয়ে যেতে। এমন উদ্যোগ আগামী প্রজন্মের কাছে নিঃসন্দেহে অনুপ্রেরণা দিশা হয়ে থাকবে।

Related articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest posts