spot_img
Saturday, July 5, 2025
Durgapur
mist
27.2 ° C
27.2 °
27.2 °
100 %
1kmh
75 %
Sat
32 °
Sun
33 °
Mon
29 °
Tue
33 °
Wed
32 °
Homeদুর্গাপুরউদ্বোধন হলো অত্যাধুনিক নতুন Hero Destiny 125 স্কুটার

উদ্বোধন হলো অত্যাধুনিক নতুন Hero Destiny 125 স্কুটার

-

হিরো ডেসটিনি 125 এই প্রিয় স্কুটারটির জন্য গ্রাহকদের মধ্যে আগ্রহ ছিল অনেক পরিমাণে। মডেলটিতে একটি ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার আপডেট এলইডি লাইট এবং অত্যাধুনিক ডিজাইন রয়েছে। এটিতে অত্যাধিক ভালো পারফরমেন্স এবং জ্বালানি অর্থনীতির জন্য নতুন ডিজাইন করা ইঞ্জিন ক্রেতাদের যাত্রাপথ আরো আরামদায়ক করার জন্য আপগ্রেড সাসপেনশন সিস্টেম রয়েছে। হিরো ডেসটিনি 125 এ রয়েছে মোবাইল চার্জিং পোর্ট এবং স্মার্ট কী প্রযুক্তির মতন ব্যবহারিক সংযোজন। বর্তমান প্রজন্মের চাহিদা মেটাতে অগ্রণী ভূমিকা পালন করবে ডেসটিনি 125 । বুধবার বিকেলে দুর্গাপুরের ভিরিঙ্গি কালীবাড়ি সংলগ্ন দত্ত অটোমোবাইল প্রাইভেট লিমিটেডে সগৌরবে উদ্বোধন হলো হিরো মোটক্রপের তৈরি নতুন প্রজন্মের স্কুটার “ডেসটিনি 125 “; এদিন মঙ্গল প্রদীপ জ্বালিয়ে, কেক কেটে ডেসটিনি 125 এর শুভ উদ্বোধন করা হয় দুর্গাপুরের “দত্ত অটোমোবাইল প্রাইভেট লিমিটেড শোরুমে”। এর উদ্বোধন করেন দত্ত অটোমোবাইলের কর্ণধার চন্দন দত্ত এবং হিরো মোটোর এর ইস্ট সেলস ম্যানেজার অরূপ মন্ডল। এদিন নতুন প্রজন্মের এই স্কুটারটি সম্বন্ধে ইস্ট সেলস ম্যানেজার অরূপ মন্ডল কি জানালেন শোনাবো আপনাদের।

উদ্বোধন হলো অত্যাধুনিক নতুন Hero Destiny 125 স্কুটার

উদ্বোধন হলো অত্যাধুনিক নতুন Hero Destiny 125 স্কুটার! হিরোর স্কুটার, স্কুটারের হিরো! উদ্বোধন হলো দুর্গাপুরের দত্ত অটোমোবাইল প্রাইভেট লিমিটেড এ #Durgapur #DurgapurNews #durgapur_diaries #Durgapurcity #DurgapurLive #HeroMotoCorp #heromotors #HeroMotorcycles #duttaautomobile

Posted by LCW India on Wednesday, January 29, 2025

অন্যদিকে দত্ত অটোমোবাইল প্রাইভেট লিমিটেডের স্কুটার এক্সিকিউটিভ অনিস রায় দুর্দান্ত ডেসটিনি 125 এর অত্যাধুনিক ফিচারগুলো সম্বন্ধে কি জানালেন শুনে নেওয়া যাক।

হিরো স্কুটার ! স্কুটার এর হিরো! নতুন ডেসটিনি ১২৫ এর অন্যতম আকর্ষণ হল এর শক্তিশালী এবং দক্ষ ইঞ্জিন উডের নিচে স্কুটারটি তে একটি 124.6 সিসি, 4 স্ট্রোক ফুয়েল ইনজেক্টেড ইঞ্জিন রয়েছে যা ৭ হাজার rpm এ সর্বাধিক 9 bhp শক্তি এবং ৫ হাজার ৫০০ rpm এ 10.4 Nm টর্ক প্রদান করে। ডেসটিনি 125 এ তিনটি মডেলে পাওয়া যাচ্ছে vx, zx এবং zx+ এর পাশাপাশি পাঁচটি রং এ উপলব্ধ রুবি রেড, কসমিক ব্লু, মিস্টিক ম্যাজেন্টা, রিগাল ব্ল্যাক ও এ্যাটার্নাল হোয়াইট। শক্তিশালী পারফরমেন্সের পাশাপাশি নতুন হিরো ডেসটিনি 125 সেগমেন্টের সেরা মাইলেজ স্কুটার হিসেবে ডিজাইন করা হয়েছে। এটি খরচ সচেতন ক্রেতাদের জন্য সঠিক পছন্দের স্কুটার। তাহলে আর দেরি না করে বহু আকাঙ্ক্ষিত আপনার পছন্দের নতুন হিরো ডেসটিনি 125 নিতে আজই চলে আসুন দুর্গাপুরের দত্ত অটোমোবাইল প্রাইভেট লিমিটেডের শোরুমে।

সমরেন্দ্র দাস Lcw India দুর্গাপুর

Related articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest posts