ইংরেজি পরীক্ষা খারাপ হওয়ায় গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী।
চলতি বছরের ৩ রা মার্চ শুরু হয়েছে উচ্চমাধ্যমিক পরীক্ষা। এ বছর সেই পরীক্ষায় দিচ্ছিল কোক ওভেন থানার অন্তর্গত দেশবন্ধু কলোনির বাসিন্দা সবিতা রজক। বুধবার ছিল উচ্চ মাধ্যমিকের ইংরেজি পরীক্ষা, সেইমতো সকালে পরীক্ষা দিতে গেছিল সরিতা। পরীক্ষা শেষে বাড়ি ফিরে বাড়ি ফিরে খাওয়া দাওয়া করে নিজের ঘরে পড়াশোনা করতে বসে বলে জানায় পরিবার। কিন্তু বেশ কিছুক্ষণ সময় পেরিয়ে যাওয়ার পরেও সরিতার কোনো সারা শব্দ না পেয়ে তাকে ডাকাডাকি করে সরিতার মা। কিন্তু তাতেও সরিতার কোন আওয়াজ না মেলায়, দরজা খুলে দেখেন এক মর্মান্তিক দৃশ্য লাগিয়ে ফ্যানের সাথে ঝুলছে সরি তার নিথর দেহ।
এরপর খবর দেওয়া হয় স্থানীয় কোক ওভেন থানার পুলিশকে। ঘটনাচরে পুলিশ এসে সরি তার মৃতদেহ উদ্ধার করে, ময়নাতদন্তের জন্য দুর্গাপুর হাসপাতালে পাঠায়। মৃতা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী সরিতার পরিবার সূত্রে জানা যায় এদিন ইংরেজি পরীক্ষা খারাপ হওয়ায় সে মানসিকভাবে বিধ্বস্ত ছিল আর সে কারণেই হয়তো এই ভয়ংকর সিদ্ধান্ত নিয়েছিল সরিতা। সরি তার আকস্মিক মৃত্যুতে শোকরস্তব্ধ তার পরিবারের সদস্য সহ এলাকাবাসী।
ব্যুরো রিপোর্ট, Lcw India দুর্গাপুর