
রাজ্য সরকারের উদ্যোগে আসানসোল দুর্গাপুর উন্নয়ন কর্তৃপক্ষের পক্ষ থেকে শুক্রবার আসানসোলের গুরুত্বপূর্ণ রাস্তা বার্নপুর স্কব গেট থেকে জুবলি মোড় পর্যন্ত নবরূপে সংস্কার ও সৌন্দর্যায়নের কাজের শিলান্যাস অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী শ্রী মলয় ঘটক মহাশয় ,আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান শ্রী কবি দত্ত মহাশয়,পশ্চিম বর্ধমানের জেলাশাসক পোন্নামবলম এস,আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের সিইও শ্রী রাজু মিশ্র মহাশয়,আসানসোলের ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক সহ অন্যান্য বিশিষ্টজনেরা। আনুমানিক ১৫ কোটি টাকা খরচা করে এই রাস্তার নব নির্মাণের কাজ হবে।