দুর্গাপুর সাবডিভিশন স্পোর্টস অ্যাসোসিয়েশনের পরিচালিত এবং গ্রুপ হাউসিং মাঠে আয়োজিত সাব-ডিভিশন মহিলা ফুটবল লিগের আজকের ম্যাচে দুর্দান্ত পারফরমেন্স দেখিয়ে সুকান্ত পাঠচক্র ৯-০ গোলের ব্যবধানে ক্লাব ঐকতানকে পরাজিত করেছে।

খেলার শুরু থেকেই সুকান্ত পাঠচক্র আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে দলের হয়ে মৌমিতা মাঝি ২টি, কুসুম ওঁরাও ২টি, নেহা কুমারি ২টি, প্রিয়া কোঁড়া ২টি এবং পূজা ওঁরাও ১টি গোল করে দলের গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। দুর্দান্ত খেলার স্বীকৃতি হিসেবে আজকের ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন মৌমিতা মাঝি পুরো ম্যাচ জুড়ে তার গতি বল নিয়ন্ত্রণ ও আক্রমণাত্মক খেলা দর্শকদের প্রশংসা কুড়ায়।

মাঠে সুর খেলাটি সুষ্ঠুভাবে পরিচালনা করেন রেফারি সন্দীপ ব্যানার্জি দুই লাইনস ম্যান তাপস কেশ এবং সময় চট্টরাজ। তাদের দক্ষ পরিচালনায় ম্যাচটি শান্তিপূর্ণ ও সুন্দরভাবে সম্পূর্ণ হয়।
সমরেন্দ্র দাস, Lcw India দুর্গাপুর

