পাণ্ডবেশ্বর বিধানসভা এলাকায় রয়েছে হাজার হাজার ভুয়ো ভোটার! পাণ্ডবেশ্বর বিধানসভা এলাকায় প্রায় ২৩৯টি বুথে ভুয়ো ভোটারের সংখ্যা প্রায় ৩৫ থেকে ৪০ হাজারের কাছাকাছি। ভুয়া ভোটার নিয়ে দুর্গাপুরের সিটি সেন্টারে একটি বেসরকারি হোটেলে সাংবাদিক বৈঠক করলেন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি। এদিন সাংবাদিক বৈঠকে জিতেন্দ্র তিওয়ারি বলেন তাদের দলের পক্ষ থেকে পাণ্ডবেশ্বর বিধানসভার বিভিন্ন এলাকায় স্কুটিনি করা হয়েছে। সেই স্কুটিনি থেকে উঠে এসেছে যে, এক একটি বুথে প্রায় দেড় থেকে দুশো ভুয়ো ভোটারের নাম রয়েছে, যার অর্থ ভোটার তালিকায় উল্লেখিত স্থানে সেই নামের কোন ভোটারের অস্তিত্ব নেই।

এদিন তিনি একটি বুথে ভুয়ো ভোটারের যে তথ্য উঠে এসেছে সেরকম একটি তালিকা তালিকা সাংবাদিকদের সামনে তুলে ধরেন। তিনি বলেন বিগত দিনে কি সমস্ত BLO এই ভোটার লিস্টের কাজ করেছেন তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা উচিত। বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি জানান, ২০২৬ এর নির্বাচনের আগে সারা দেশ জুড়ে ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু হয়ে গেছে।

সেই সময় এই রাজ্যের শাসকদল SIR এর বিরোধিতা করে বলছে ভোটার তালিকা থেকে কোন ব্যক্তির নাম বাদ দেওয়া যাবে না। এই ধরনের ভুয়ো ভোটারের তালিকা নিয়ে তিনি নির্বাচন কমিশনের কাছে জানানোর পাশাপাশি আগামী দিনে প্রতিবাদে রাস্তায় নামবেন । এছাড়াও পাণ্ডবেশ্বরে জন সমক্ষে সমস্ত তথ্য তুলে ধরবেন। জিতেন্দ্র তিওয়ারি বক্তব্য পাণ্ডবেশ্বর যদি এত সংখ্যায় ভুয়ো ভোটারের ছড়াছড়ি হয়, তাহলে রাজ্য জুড়ে কত ভুয়ো ভোটার আছে??
সমরেন্দ্র দাস, Lcw India দুর্গাপুর