spot_img
Monday, May 19, 2025
HomeখেলাCFL এ দ্বিতীয় ডিভিশনের ফুটবলার ট্রায়াল অনুষ্ঠান

CFL এ দ্বিতীয় ডিভিশনের ফুটবলার ট্রায়াল অনুষ্ঠান

-

দুর্গাপুর হিরোজ ক্লাবের পরিচালনায় এবং কোলকাতার ইউনাইটেড স্পোর্টস ক্লাবের আন্তরিক সহযোগিতায় ২৬ ও ২৭ শে এপ্রিল চলতি ফুটবল মরশুমের জন্য ফুটবলার বাছাইয়ের জন্য ট্রায়াল অনুষ্ঠিত হয় দুর্গাপুরের লাল ময়দান ক্রীড়াঙ্গনে। প্রসঙ্গে দুর্গাপুর হিরোজের সম্পাদক সৌরভ সেন জানান এক বছর আগে ইউনাইটেড স্পোর্টস কাবের সঙ্গে তাদের একটি মৌ চুক্তি  হয়। সেইমতো তারা চলতি মৌসুমের সেকেন্ড ডিভিশনের জন্য ফুটবলার বাছাই করতে আসেন।অন্যদিকে কলকাতা ইউনাইটেড স্পোর্টস ক্লাবের সিনিয়র কোচ অঞ্জন নাগ বলেন, জেলায় জেলায় ঘুরে তারা নতুন  ফুটবলারদের তুলে ধরেছেন। সেই রকমই  দুর্গাপুরে এসে চলতি মরশুমের জন্য ফুটবলার  ট্রায়ালের ব্যবস্থা করেছেন।

দুদিন ধরে কোলকাতা ফুটবল লিগের চলতি মরশুমের দ্বিতীয় ডিভিশনের জন্য ফুটবলার সিলেকশন অনুষ্ঠিত হয় এর পাশাপাশি ২০২৫-২৬ বর্ষের জন্য অনূর্ধ্ব ১৩ / ১৫ ও ১৭, ফুটবলার বাছাই  করা হয়। এই  ফুটবলার ট্রায়ালে পশ্চিম বর্ধমান জেলার প্রায় ৪০০ জন ফুটবলার অংশগ্রহণ করেছিল।

সমরেন্দ্র দাস, LCW India দুর্গাপুর

Related articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest posts