“জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর” – বৃদ্ধাশ্রমে নিঃশুল্ক চিকিৎসা পরিষেবা চালু করলেন বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী।
রাজনৈতিক গণ্ডি ছাড়িয়ে এক অনন্য মানবিকতার নিদর্শন স্থাপন করলেন পাণ্ডবেশ্বর বিধানসভার বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। রানীগঞ্জ বিধানসভার খান্দ্রা অঞ্চলে অবস্থিত “উবর্তন ওয়েলফেয়ার সোসাইটি”, পরিচালিত একটি বৃদ্ধাশ্রমে তার উদ্যোগে শুরু হল বিনামূল্যে চিকিৎসা পরিষেবা।

এই পরিষেবার আওতায় থাকছে হৃদরোগ বিশেষজ্ঞ চক্ষু বিশেষজ্ঞ জেনারেল চিকিৎসক ইসিজি রক্ত পরীক্ষা সহ একাধিক চিকিৎসা সংক্রান্ত পরিষেবা। সবই ওই বৃদ্ধাশ্রমের আবাসিকদের জন্য সম্পূর্ণ নিঃশুল্ক। এই প্রসঙ্গে বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী জানান, “আমি পিতৃ মাতৃ হারা, আমার কাছে প্রত্যেক মা বাবাই আমার নিজের। তাদের জন্য এই ক্ষুদ্র উদ্যোগ আমার অন্তরের গভীর থেকে আসা। কোনও রাজনৈতিক উদ্দেশ্য নয়। শুধু মানবিক ইচ্ছা থেকেই এই কাজ করছি”।

বৃদ্ধাশ্রম এর পক্ষ থেকেও বিধায়কের এই মহৎ উদ্যোগকে কৃতজ্ঞতার সঙ্গে স্বাগত জানানো হয়েছে সমাজের বিভিন্ন স্তর থেকে উঠে আসছে প্রশংসার সুর। এই উদ্যোগ আমাদের মনে করিয়ে দেয় সেবা সহানুভূতি এবং ভালোবাসার কোন রাজনৈতিক রঙ হয় না, মানবিকতা সবসময়ই সর্বোচ্চ ধর্ম।
সমরেন্দ্র দাস,Lcw India পাণ্ডবেশ্বর