গুরু টেগ বাহাদুর স্কুলের সুবর্ণ জয়ন্তী বর্ষ উদযাপনের অঙ্গ হিসেবে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার একটি গুরুত্বপূর্ণ পর্ব হিসেবে আয়োজন করা হয়, পাঁচ কিলোমিটার ও তিন কিলোমিটার ম্যারাথন দৌড় এই ক্রীড়া অনুষ্ঠানে দুর্গাপুর শহরের পার্শ্ববর্তী এলাকার মোট ১৮ টি ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করে উল্লেখযোগ্য উখড়া রানীগঞ্জ আসানসোলের বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের অংশগ্রহণ করার পাশাপাশি অভিভাবক অভিভাবিকা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। ১৪ই ডিসেম্বর গুরু টেগ বাহাদুর স্কুলের উদ্যোগে ম্যারাথন দৌড়টি চারটি ক্যাটাগরিতে বিভক্ত ছিল।

জাতীয় বিভিন্ন বয়সের পরওয়ারা অংশগ্রহণের সুযোগ পায়। সকাল থেকে এই ম্যারাথন দৌড়কে ঘিরে স্কুল প্রাঙ্গনে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। ছাত্র-ছাত্রীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা এবং প্রতিযোগিতার মানসিকতা চোখে পড়ে। প্রতিযোগিতায় সুষ্ঠু ও নিরাপদ ভাবে সম্পন্ন করার জন্য স্কুল কর্তৃপক্ষের পক্ষ থেকে স্বেচ্ছাসেবক শিক্ষক-শিক্ষিকা এবং অভিভাবকদের সক্রিয় সহযোগিতা ছিল। পাশাপাশি স্বাস্থ্য ও নিরাপত্তার দিকেও বিশেষ নজর রাখা হয় এই প্রসঙ্গে স্কুলের প্রিন্সিপাল সুতপা আচার্য বলেন, “বর্তমান প্রজন্মের ছাত্র-ছাত্রীরা ক্রমশ অনলাইন গেম ও মোবাইলের প্রতি আসক্ত হয়ে পড়ছে।

সেই প্রবণতা থেকে তাদের মুক্ত করে মাঠমুখী করা, শারীরিক সুস্থতা ও দলগত চেতনাকে গড়ে তোলার লক্ষ্যেই এই ধরনের ক্রীড়া প্রতিযোগিতার উদ্যোগ নেওয়া হয়েছে।” ভবিষ্যতেও এই ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে বলে তিনি জানান ম্যারাথন দৌড় শেষে বিজয়ী ছাত্র-ছাত্রীদের হাতে ট্রফি, মেডেল ও শংসাপত্র তুলে দেওয়া হয়। এছাড়াও অংশগ্রহণকারী প্রতিটি ছাত্র-ছাত্রীকে শংসাপত্র প্রদান করা হয়। পুরো অনুষ্ঠানটি ছাত্র-ছাত্রী, শিক্ষক শিক্ষিকা ও অভিভাবকদের উপস্থিতিতে একটি সফল ও স্মরণীয় ক্রীড়া উৎসবে পরিণত হয়।
সমরেন্দ্র দাস, Lcw India দুর্গাপুর

