spot_img
Friday, January 16, 2026
Durgapur
haze
20.2 ° C
20.2 °
20.2 °
34 %
2.6kmh
3 %
Fri
19 °
Sat
26 °
Sun
28 °
Mon
30 °
Tue
31 °
Homeসর্বশেষঅনুরাগ ইনফোমার্টে OPPO Reno15 সিরিজের জাঁকজমকপূর্ণ উদ্বোধন

অনুরাগ ইনফোমার্টে OPPO Reno15 সিরিজের জাঁকজমকপূর্ণ উদ্বোধন

-

দুর্গাপুরে মোবাইল ও ইলেকট্রনিক্স জগতে বিশ্বাস ও ভরসার একমাত্র নাম অনুরাগ ইনফোমার্ট। ভিরিঙ্গি মোর সংলগ্ন টি এন স্কুলের বিপরীতে অবস্থিত এই স্বনামধন্য শোরুমে আজ এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপলক্ষ OPPO Reno15 সিরিজ স্মার্টফোনের শুভ উদ্বোধন। এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টলিউড তথা ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী জগদ্ধাত্রী সিরিয়াল খ্যাত অঙ্কিতা মল্লিক। OPPO Reno15 সিরিজের তিনটি নতুন ভেরিয়েন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করতে তিনি উপস্থিত হন অনুরাগ ইনফোমার্ট এ। অনুষ্ঠানের শুরুতে অনুরাগ ইনফোমার্ট পরিবারের পক্ষ থেকে অভিনেত্রী অঙ্কিতা মল্লিককে পুষ্পস্তবক, মিষ্টান্ন, স্মারক দিয়ে, শাল পরিয়ে উষ্ণ সম্বর্ধনা জানানো হয়। এরপর কেক কাটার মধ্য দিয়ে OPPO Reno15 সিরিজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অভিনেত্রী নিজেই। অনুরাগ ইনফোমার্টে এসে আপ্লুত অভিনেত্রী অঙ্কিতা মল্লিক বলেন, “খুবই ভালো লাগলো এই শহর এবং এই শোরুমের সকল সদস্যদের সঙ্গে সময় কাটাতে। এখানকার মানুষজনের ভালোবাসা সত্যি মন ছুঁয়ে গেল।”

অনুষ্ঠান সম্পর্কে অনুরাগ ইনফোমার্ট এর কর্ণধার মিঠুন দাস(অমিতাভ) জানান, “আজ টলিউড অভিনেত্রী অঙ্কিতা মল্লিকের হাত দিয়ে OPPO Reno15 সিরিজের উদ্বোধন আমাদের কাছে অত্যন্ত গর্বের বিষয়। মকর সংক্রান্তির পুণ্য তিথিতে আমরা কৃতজ্ঞ আমাদের সমস্ত গ্রাহকদের কাছে। যাদের ভালবাসা ও বিশ্বাস এই অনুরাগ ইনফোমার্ট আজ সমৃদ্ধি শিখরে পৌঁছেছে।”

এদিন প্রিয় অভিনেত্রীকে এক ঝলক দেখতে অনুরাগ ইনফোমার্ট চত্বরে ভিড় জমান অসংখ্য ক্রেতা ভক্ত এবং পথ চলতি মানুষজন। গোটা এলাকা উৎসবের রূপ নেয়। OPPO Reno15 সিরিজ অত্যাধুনিক প্রযুক্তি ও স্টাইলিশ ডিজাইনের এক অনন্য সংমিশ্রণ। এই সিরিজে থাকছে– ✓উন্নতমানের এআই ক্যামেরা প্রযুক্তি যা কম আলোতে দুর্দান্ত ছবি তুলতে সক্ষম।
✓শক্তিশালী পারফর্মেন্স ও দ্রুত প্রসেসর স্মুথ মাল্টিটাক্সিং এর জন্য আদর্শ।
✓আকর্ষণীয় স্লিম ও প্রিমিয়াম ডিজাইন সাপোর্ট।

সব মিলিয়ে OPPO Reno15 সিরিজ স্মার্ট ফোন আধুনিক প্রজন্মের ব্যবহারকারীদের জন্য এক অসাধারণ পছন্দ। তাই আপনার প্রিয় OPPO Reno15 সিরিজ স্মার্টফোন কিনতে আজই যোগাযোগ করুন অনুরাগ ইনফোমার্টে।।

সমরেন্দ্র দাস, Lcw India দুর্গাপুর

Related articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest posts