spot_img
Tuesday, January 6, 2026
Durgapur
clear sky
11.1 ° C
11.1 °
11.1 °
40 %
3kmh
0 %
Wed
25 °
Thu
25 °
Fri
25 °
Sat
26 °
Sun
25 °
Homeখেলাইন্দরজিৎ কৌর স্মৃতি ভলিবল চ্যাম্পিয়ন  "খুশি এন্টারপ্রাইজ" উড়িষ্যা

ইন্দরজিৎ কৌর স্মৃতি ভলিবল চ্যাম্পিয়ন  “খুশি এন্টারপ্রাইজ” উড়িষ্যা

-

২৮শে ডিসেম্বর দুর্গাপুরে দুর্গাপুর মেরিনার্স  একাডেমির পরিচালনায় এবং দুর্গাপুর ভলিবল একাডেমীর সহযোগিতায়  অনুষ্ঠিত হয় স্বর্গীয় শ্রীমতি ইন্দরজিৎ কউরের স্মৃতিতে দিবারাত্র ভলিবল টুর্নামেন্ট ২০২৫, সিজন 3। টুর্নামেন্টে দুর্গাপুর ছাড়াও পার্শ্ববর্তী রাজ্যের ছ’টি  দলের মধ্যে লীগ পর্যায়ে চলে খেলা। এই ধরনের একটি টুর্নামেন্ট প্রসঙ্গে দুর্গাপুর মেরিনার্স  একাডেমীর পক্ষ থেকে জানানো হয়, স্বর্গীয় ইন্দরজিৎ কৌরের স্মৃতিতে ভলিবল কে ভালোবেসে এই টুর্নামেন্ট তৃতীয় বর্ষ পদার্পণ করল।

খেলোয়ারদের সঙ্গে অতিথিদের পরিচিতি পর্ব সারার পর শুরু হয় টুর্নামেন্টের মূল পর্বের খেলা গুলি। একে অপরের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে অবশেষে খুশি এন্টারপ্রাইজ ও দুর্গাপুর ভলিবল একাডেমি চূড়ান্ত পর্যায়ে খেলার যোগ্যতা অর্জন করে। জন্তু পর্যায়ে একটি হাড্ডাহাড্ডি রুদ্ধশ্বাস ম্যাচ দেখে উপস্থিত দর্শকরা। সীমান্ত পর্যায়ের খেলা শেষে খুশি এন্টারপ্রাইজ স্ট্রেট সেটে দুর্গাপুর ভলিবল একাডেমিকে পরাজিত করে চ্যাম্পিয়ন ঘোষিত হয়।

খেলা শেষে রানার্স দলের হাতে ১০ হাজার টাকা ও সুদৃশ্য ট্রফি এবং উইনার্স দলের হাতে ১৫ হাজার টাকা ও  সুদৃশ্য ট্রফি তুলে দেওয়া হয়। কনকনে ঠান্ডা কি উপেক্ষা করে ভলিবল কে ভালোবেসে মাঠে উপস্থিত ছিল ক্রীড়া উৎসাহী শতাধিক দর্শক।

সমরেন্দ্র দাস, Lcw India দুর্গাপুর

Related articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest posts